ভেষজ আবির আসছে রাজ্যের বাজারে!!

এই খবর শেয়ার করুন (Share this news)
FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp

অনলাইন প্রতিনিধি :-মানুষের স্বাস্থ্য সচেতনতা কাঙিক্ষত পর্যায়ে না পৌঁছলেও সৌন্দর্য সচেতনতা তৈরি হয়েছে অধিকাংশের মধ্যে।দোল এখন দোরগোড়ায়।বাঙালিদের উৎসব অনুষ্ঠানগুলোয় ব্যবহৃত হয় আবির। সবচেয়ে বেশি পরিমাণ আবিরের ব্যবহার হয় দোল ও হোলি উৎসবে। এই সময়েই রঙ মাখানো হয় গায়ে। রঙের এই উৎসবে আবির ছাড়া অসম্পূর্ণ। কিন্তু অনেকেই রঙ থেকে নিজেকে আড়ালে রাখেন, রঙ খেলার ইচ্ছে থাকলেও। কারণ রাসায়নিক সামগ্রী দিয়ে তৈরি আবিরের কারণে এলার্জি থেকে শুরু করে ত্বকের নানা উপসর্গ দেখা দেয়। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে ভেষজ আবির। এর প্রচলন বহুল না হলেও চাহিদা উত্তরোত্তর বাড়ছে। ভেষজ আবিরের জোগান দিতে এগিয়ে এসেছেন কেউ কেউ। সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিল গ্রামের কয়েকজন নারী মিলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতা প্রশিক্ষণে এই কাজটি শুরু করেছেন। ভেষজ এই আবির বা রঙ-এর কাঁচামাল গাঁদাফুল, গোলাপের পাপড়ি, গাজর, পালং শাক, বিট ইত্যাদি।
লক্ষ্মীবিল, চাম্পামুড়া, ভাটিলার্মা, গোপীনগর,গোলাঘাটি, রঘুনাথপুর, রাউথখলা, কে কে নগর গ্রামগুলি ফুল চাষের জন্য বিখ্যাত।এর দেখাদেখি আশপাশে গ্রামেও প্রচুর ফুল চাষ হয়। এই ফুল রাজ্যের বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন।কিন্তু উৎপাদন ও জোগানের মাঝখানের যে সমস্যা তার সমাধান হয়নি এখনও।ফুল সংরক্ষণে আশপাশে কোনও হিমঘর নেই।ফলে অবিক্রিত ফুল চাষিরা হিমঘরে তুলে রেখে চাহিদা অনুসারে বিক্রি করতে
পারছেন না।এতে অবিক্রিত ফুল ফেলে দেওয়া ছাড়া আর কোনও উপায় তাদের নেই। দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল, তাদের উৎপাদিত ফুল দিয়ে যাতে বিকল্প কিছু করা যায়। সম্প্রতি আগ্রহী মেয়েদের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বিশালগড় অফিসের উদ্যোগে ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের বিশেষজ্ঞরা এই প্রশিক্ষণ দেন।মেয়েদের নিয়ে লক্ষ্মী উইমেন কনজিউমার কো-অপারেটিভসোসাইটি লিমিটেড গঠন করা হয় ও শেখানো হয় ভেষজ আবির বানানোর পদ্ধতি।তাদের তৈরি আবির ইতোমধ্যে সাড়া ফেলেছে স্থানীয় বাজারে। আগরতলা সহ স্থানীয় বিভিন্ন বাজারে বাজারজাত ও বিক্রির ব্যবস্থা করা সম্পূর্ণ। এবার অপেক্ষা উৎসবের। প্রশিক্ষণ নেওয়া দলের এক সদস্যা প্রীতি সরকার জানান, দপ্তরের প্রচেষ্টায় প্রায় ত্রিশজন প্রথম প্রশিক্ষণ নেন ২০২২ সালে।২০২৪-এর জুলাই মাসে ছয়দিন ধরে কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অব এগ্রিকালচারাল এক্সটেনশন ম্যানেজমেন্ট, ম্যানেজ হায়দ্রাবাদ এবং লেম্বুছড়ার রাজ্য কৃষি ব্যবস্থাপনা ও সম্প্রসারণ প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর তত্ত্বাবধানে বাণিজ্যিকভাবে উৎপাদন, আধুনিক প্যাকেটিং ইত্যাদির প্রশিক্ষণ দেওয়া হয়, আর্থিক সাহায্যও দেওয়া হয়। এখন বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে আবির। প্রীতি সরকার জানান, আবির উৎপাদনে তারা আর্থিক স্বনির্ভরতার সুযোগ পেয়েছেন। উৎপাদন শুরুর কিছুদিনের মধ্যেই তাদের আবির বাজারে সাড়া ফেলেছে। কৃষি দপ্তরে বিশালগড় সেক্টর অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রবীর দত্ত জানান, উদ্যান ও ভূমি সংরক্ষণ বিভাগে একটি আধুনিক প্রকল্পের রূপরেখা জমা করেছেন বিশালগড়ের উদ্যান বিভাগের সহায়তায়।আগামীদিনে এই প্রকল্প অনুমোদন হলে পরিকাঠামো বৃদ্ধি হবে ও নিশ্চিতভাবে বলা যায় গ্রামীণ নারীদের এই আবিরের বাজার আরও
সম্প্রসারিত হবে।তিনি জানান, প্রশিক্ষণের পর সরকারের এমআইডিএইচ প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp
Dainik Digital

Recent Posts

জুলাই মাসে হবে শিলান্যাস,জিরানীয়ায় ৮০ কানি জমিতে তৈরি হবে অত্যাধুনিক পার্ক: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের পর্যটন মানচিত্রে জিরানীয়া মহকুমা এমএন কলোনিকে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।…

16 hours ago

সামগ্রিক উন্নয়ন নিয়ে কথোপকথন, মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এল মুরুগন!!

অনলাইন প্রতিনিধি :-সামগ্রিকভাবে রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন ইস্যুকে সামনে রেখে শুক্রবার মুখ্যমন্ত্রীর সাথে বিস্তারিত আলোচনা…

17 hours ago

কৃষির উন্নয়নে নতুন রূপরেখা রাজ্যের: রতন!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকারের জল বিভাজিকা প্রকল্পের মধ্য দিয়ে পূর্ব নোয়াগাঁও গ্রামটিকে কৃষির উন্নয়নের স্তরে…

17 hours ago

বেকার নিয়ে খেলা!!

ভয়ংকর হারে রাজ্যে বাড়ছে বেকার। সেই তুলনায় নিয়োগ নেই।এই অভিযোগ বোম ছাত্র সংগঠনের।ভয়ংকর তথ্য তুলে…

17 hours ago

উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দর, তাজহোটেল!!

অনলাইন প্রতিনিধি :-বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে তাজ হোটেল এবং মুম্বইয়ের শিবাজি মহারাজা আন্তর্জাতিক বিমানবন্দর!…

18 hours ago

ফের হাজির কোভিড ১৯, সিঙ্গাপুর-হংকং বিপর্যস্ত!

অনলাইন প্রতিনিধি :-হংকং ও সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন শহরে করোনা ভাইরাসের নতুন ঢেউ দেখা দিয়েছে।…

18 hours ago