ভেজাল মদে মৃত্যু অন্তত ১৪ জনের!!

অনলাইন প্রতিনিধি :-ভেজাল মদ খেয়ে ১৪ জনের মৃত্যু ঘটে । ঘটনাটি ঘটেছে অমৃতসরের ভাঙ্গালি, পাতালপুরী, মারারি কালান, থেরওয়াল এবং তালওয়ান্দি ঘুমান- এই পাঁচটি গ্রামে।
জানা গিয়েছে, আশেপাশের গ্রাম- ভুল্লার, ট্যাংরা এবং সান্ধারের বাসিন্দারাও একই ভেজাল মদ পান করেছিলেন। বমি-সহ অসুস্থতার একাধিক লক্ষণ দেখা দিয়েছে তাঁদের মধ্যেও।জানা গিয়েছে, অসুস্থ আরও কয়েকজন। অন্তত ছ’ জন ওই মদ পান করে ভর্তি হাসপাতালে। অমৃতসরের ডেপুটি কমিশনার ১৪জনের মৃত্যু হয়েছে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Dainik Digital: