ভেঙে পড়ল সেতু, মৃত ১, আটকে ৩০ শ্রমিক!!

অনলাইন প্রতিনিধি :-তৈরিই হয়নি সেতু আর তার আগেই ভেঙে পড়ল সেতু। বিহারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয়। বিহারের সুপৌলে ব্রিজের নীচে চাপা পড়ে গিয়েছেন বহু শ্রমিক। এক শ্রমিকের মৃত্যুর খবর মিলেছে। আটকে রয়েছেন আরও অনেকে। কমপক্ষে ৩০ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কয়েকজন শ্রমিককে উদ্ধাার করা হলেও, বাকিরা এখনও আটকে রয়েছেন।জানা গিয়েছে, বিহারের কোশী নদীর উপরে তৈরি একটি নির্মীয়মাণ সেতুর বড় স্ল্যাব ভেঙে পড়ে। ব্রিজের ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের মাঝে থাকা স্ল্যাব ভেঙে পড়ে। সেই সময়ে সেতুর নীচে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ মাথায় উপড়ে ভেঙে পড়ে স্ল্যাব। চাপা পড়ে যান শ্রমিকরা।

Dainik Digital: