অনলাইন প্রতিনিধি :-তাদের কথা আগে কেউ জানত না। জানলেও খবরের কাগজের পাতায় ছাপার অক্ষরেই সেই গল্পগুলো পড়ে থাকতো। এই ত্রিপুরার শহর, গ্রাম, দুর্গম-প্রত্যন্ত, বন্দর-কন্দরে তাদের বসতি। দৈনিক সংবাদ ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট গতবছর ২০২৪ থেকে এই রাজ্যের বাসিন্দা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেধা সম্মান’ চালু করেছিল।
সেই থেকেই শুরু হয় মেধাদের আলোয় তুলে আনার গল্প। পাহাড়সমান বাধা পেরিয়ে অদম্য মেধাবীদের সাফল্য অর্জনের এই গল্পগুলো শুনে, ২০২৪-এর মেধা সম্মান অনুষ্ঠানে অনেক দর্শক- অতিথি কেঁদে ফেলেছিলেন।সেই অদম্য মেধাবীদের খুঁজে এনে তাদের আবার আলোর পথ দেখানোর জন্য দৈনিক সংবাদ ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট এ বছর ২০২৫ সালে দ্বিতীয়বারের মতো ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেধা সম্মান আয়োজনের প্রস্তুতি নিয়েছে।দৈনিক সংবাদ একথা দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, আগামী দিনে আশা জাগানিয়া ত্রিপুরার রূপকল্প রচনা করবেন এই প্রতিভাবান তরুণ-তরুণীরাই।আর্থিক টানাপোড়েনের কারণে শিক্ষাজীবনের মাঝপথে মেধাবীরা যেন ঝরে না পড়েন, সেই লক্ষ্যেই দৈনিক সংবাদ ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট চালু করেছিল এই মেধা সম্মান।এই বছরেও এই প্রতিভাবানদের স্বপ্ন পূরণে সঙ্গী হয়েছে ট্রাস্ট।অদম্য মেধাবীদের পরিবারের আর্থিক অসচ্ছলতাই শুধু প্রতিবন্ধকতা নয়, এমন বেশ কিছু ‘মেধাবী নক্ষত্র’ রয়েছেন যারা প্রতিকূল শারীরিক অবস্থায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও এতটুকু মনের জোর হারাননি। শরীরে বাসা বেঁধেছে মারণ জীবাণু। তবুও নিজের বেঁচে থাকার লড়াইকে আরও তেজি করে, আর্থিক সংকট সহ
শত প্রতিকূলতাকে তুচ্ছ করে জয় ছিনিয়ে এনেছেন। এরাই হলেন যোদ্ধা, এরাই হলেন হার না মানা সৈনিক, এরাই হলেন ভবিষ্যৎ ত্রিপুরার আশা জাগানিয়া আলোকদ্যুতি। এরাই একেক জন দেশ গড়ার কারিগর। দৈনিক সংবাদ ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট আর পাঁচটা সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের মতো এটাকেও চালিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাস্ট আস্থা পায় এই ভেবে, আমরা সম্ভাবনাময়দের সঙ্গে আছি এবং এই সম্ভাবনাময় মেধাগুলোই আগামীদিনে ত্রিপুরাকে দীর্ঘমেয়াদিী সুফল এনে দেবে।
এই আস্থা ও বিশ্বাসকে মাথায় রেখেই দৈনিক সংবাদের প্রাণপুরুষ প্রয়াত সম্পাদক ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের স্মরণে এ বছরও মাধ্যমিক ও. উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শিক্ষা পর্ষদের মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের জন্য ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিনস অ্যাওয়ার্ড- ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্ট।
আগামী ১৫ জুন ২০২৫ তারিখের মধ্যে আবেদনকারী ছাত্রছাত্রীদের তাদের নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকের সুপারিশ ও স্বাক্ষর করা আবেদনপত্র মার্কশিট, আধার কার্ড, রেশন কার্ডের প্রথম পাতার ছবি, প্রয়োজনীয় কাগজপত্র সহ খামের উপর ‘ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিল্স অ্যাওয়ার্ডস- ২০২৫’ লিখে দৈনিক সংবাদ, সংবাদ ভবন, ১১ জগন্নাথবাড়ি রোড, আগরতলা, ত্রিপুরা (পশ্চিম), পিন- ৭৯৯০০১ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।এবারের মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ডস-২০২৫-এ ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক উত্তীর্ণ ১০জন, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৮ জন,সেন্ট্রাল বোর্ড অব সেকেন্দারি
এডুকেশনের মাধ্যমিক উত্তীর্ণ ৪ জন, উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ৩ জন, ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক উত্তীর্ণ ৪ জন, কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের উচ্চমাধ্যমিক ৩ জন এবং আর্থিকভাবে দুর্বল শারীরিক অক্ষম ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এই বিশেষ ক্ষেত্রে ২ জনকে মেধা সম্মান প্রদান *করা হবে। এ বছর মোট অ্যাওয়ার্ডের সংখ্যা থাকবে ৩৪টি এবং প্রতিটি সম্মানের *আর্থিক মূল্য নগদ ২৫ হাজার টাকা এবং একটি মানপত্র। প্রয়াত ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক তাঁর জীবদ্দশায় সাংবাদিকতার পাশাপাশি সমাজের দুর্বল, বিপন্ন, পিছিয়ে পড়া, অসহায় মানুষের জন্য বিভিন্ন সমাজসেবামূলক কাজ করেছেন। সমাজ ও রাজ্যের দুর্বলতর মানুষদের জন্য প্রয়াত সম্পাদকের অঙ্গীকারকে সামনে রেখেই এই প্রয়াস অব্যাহত থাকবে বলে ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল জানিয়েছেন।
অনলাইন প্রতিনিধি :-কমপক্ষে ৩০ জন মানুষ৷ জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায়…
অনলাইন প্রতিনিধি :-অর্থনীতিতে বিশ্বের মধ্যেচতুর্থ স্থানে ভারত। আগামীদিনে জার্মানিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে…
অনলাইন প্রতিনিধি :-গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী…
অনলাইন প্রতিনিধি :-স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ মার্কিন…
অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতোই দক্ষিণ কোরিয়াতে হতে চলা মহিলাদের ১৮তম এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপের…
প্রধানমন্ত্রী হিসাবে টানা ১১ বছর ক্ষমতায় থাকার এক মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদি।২০১৪ সালের ২৬…