অনলাইন প্রতিনিধি :- কেনিয়ার দক্ষিণের উপকূলীয় অঞ্চলে জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়টির নাম মৃমা। বিজ্ঞানীদের দাবি,ছিমছাম মৃমার ঘন জঙ্গলের ঠিক নীচে লুকিয়ে রয়েছে বিরল খনিজ পদার্থের বিশাল ভান্ডার। সেই ভান্ডার হাতে এলেই স্মার্টফোন, বৈদ্যুতিক যানবাহন হোক বা পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবস্থা, সব কিছু তৈরি করা যাবে নিমেষে, আসবে যুগান্তকারী পরিবর্তন! সোনার চেয়েও অধিক মূল্যবান এই খনিজ ভান্ডারের প্রতি ইতিমধ্যেই আকৃষ্ট আমেরিকা, চিন এবং অস্ট্রেলিয়ার মতো দেশ। অনুমান করা হয়েছে, এই মৃমার গর্ভে থাকা ভান্ডারের মূল্য প্রায় ৬২৪০ কোটি ডলার, ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় সাড়ে ৫ লক্ষ কোটি টাকা!