দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্ব রাজ্য গুলোতে পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এতে শুধু ভারতের উত্তর পূর্বের রাজ্য গুলিই লাভবান হবে না, লাভবান হবে বাংলাদেশও। উপকৃত হবেন উত্তর-পূর্ব ভারতের জনগণ। লাভের চাইতেও বড় কথা বন্ধুত্ব। প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক রয়েছে। বন্ধুপ্রতিম দুই দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলো লাভবান হলে লাভ হবে বন্ধুত্বের। এই কথা গুলো বলেন, বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুমিন। তিনি শনিবার দুপুরে আখাউড়া চেকপোস্টে সাংবাদিকদের এ’কথা গুলো বলেন।
ভারতকে চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দর ব্যবহারে অনুমতি দিয়ে সম্প্রতি নির্দেশ জারি করেছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশের উপর দিয়ে পন্য পরিবহনের জন্য চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা, মোংলা-আখাউড়া-আগরতলা, তামাবিল-ডাউকি, শেওলা-সুতারকান্দি এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর মিলিয়ে ১৬টি ট্রানজিট রুট খোলা হয়েছে। এতে লাভবান হবে ত্রিপুরা।
এনবিআর চেয়ারম্যান আরও বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্য গুলো থেকে কি পণ্য আমদানি করা যায় ব্যবসায়ীরা এর তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেছেন, প্রথমবার আখাউড়া শুল্কস্টেশনে এসেছি। ব্যবসায়ীদের সঙ্গে কথা হবে।এদিন এনবিআর চেয়ারম্যান বাংলাদেশ আখাউড়া শুল্ক বিভাগে নতুন করে স্থাপন করা একটি আধুনিক ল্যাগেজ স্ক্যানার মেশিন উদ্বোধন করেন।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…