Categories: খেলা

ভারতকে ছিটকে দিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

এই খবর শেয়ার করুন (Share this news)

যেমন জঘন্য বোলিং তেমনি জঘন্য ফিল্ডিং । সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেট থেকে ছিটকে গেলো ভারত । দুদিন আগে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে । আজ হারতে হলো শ্রীলঙ্কার কাছে । সুপার ফোরে টানা দুই ম্যাচ হেরে ভারত কার্যত বিদায় নিলো । অপরদিকে , আফগান জয়ের পর ভারত জয়ের সুবাদে শ্রীলঙ্কা এখন ফাইনালের দরজায় । এবার এই এশিয়া কাপ টি – টোয়েন্টি ক্রিকেট শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল । কিন্তু সেখানকার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় এসিবি প্রতিযোগিতা নিয়ে যায় আরব আমিরশাহিতে । তবে শ্রীলঙ্কা প্রতিযোগিতার দায়িত্ব হারালেও তারা কিন্তু ফাইনালের সামনে । আজ ভারত কুড়ি ওভারে আট উইকেটে ১৭৩ রান করার পর ম্যাচটা ধরে রাখার সুযোগ যে ছিল না তা কিন্তু নয় । তবে সেই জঘন্য বোলিং ও জঘন্য ফিল্ডিং আজ ফের ভারতকে ডুবিয়েছে । যে ভারত গ্রুপ লীগে টানা দুই ম্যাচ জিতলো সেই ভারত সুপারে এসে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিলো । অবশ্য বৃহস্পতিবার সুপারে নিজেদের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে আফগানদের । আগামীকাল অবশ্য আফগানদের ম্যাচ হয়েছে পাকিস্তানের সাথে । শ্রীলঙ্কা টসে জিতে প্রথমে ব্যাট করার জন্য ভারতকে আমন্ত্রণ জানায় । পাকিস্তান ম্যাচের প্রথম একাদশে একটি পরিবর্তন এনে ভারত আজ খেলতে নামে । তবে ভারতের ইনিংসের শুরুতেই আঘাত হানে শ্রীলঙ্কা । ওপেনার কেএল রাহুল সাত বলে মাত্র ছয় রান করে থিকশানার শিকার হয় । রাহুল ফিরে যাবার পরই সাজঘরেবিরাট । বিরাট কোহলি খাতা খোলার আগেই মাদুশঙ্কার বলে বোল্ড । ২.৪ ওভারে ভারত মাত্র তেরো রানে দুই উইকেট । ক্রিজে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যোগ দেন সূর্যকুমার যাদব । ভারত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে । ইতিমধ্যে একশো রান পার করে ভারত । কিন্তু দলীয় একশ দশ রানে রোহিত বিদায় নেয় । তবে ভারত অধিনায়ক আজ ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন । একচল্লিশ বলে পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে রোহিত বাহাত্তর রান করেন । তবে অধিনায়কের পেছন পেছন সাজঘরে ফেরেন যাদব । উনত্রিশ বলে চৌত্রিশ রান করেন যাদব । হার্দিক পাণ্ডিয়া তেরো বলে সতেরো , ঋষভ পন্থ তেরো বলে সতেরো রান করেন । শেষদিকে রবিচন্দ্রন অশ্বিন মাত্র সাত বলে ঝড়ো পনেরো রান করেন । ভারত শুরুর ধাক্কা সামাল দিয়ে শেষ পর্যন্ত কুড়ি ওভারে আট উইকেটে একশো তিয়াত্তর রান করে । ফাইনালে যাওয়া অনেকটাই নিশ্চিত করতে হলে শ্রীলঙ্কাকে কুড়ি ওভারে করতে হবে একশ চুয়াত্তর । শ্রীলঙ্কা জবাব দিতে নেমে শুরু থেকেই কিন্তু ভারতীয় বোলারদের উপর যেন রাজত্ব শুরু করে । দুই ওপেনার নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস প্রথম জুটিতে মূল্যবান ৯৭ রান যোগ করে । নিশাঙ্কা ৩৭ বলে ৫২ রান করে । তবে এক রানে খাতা খোলার আগে বিদায় নেয় আমলাঙ্কা । গুনাথিলাঙ্কা ( ১ ) ব্যর্থ হয় । কুশল ৩৭ বলে ৫৭ রান করে বিদায় নেয় । একটা সময় শ্রীলঙ্কা ১৪.১ ওভারে ১১০। কিন্তু চাপের মুখে দলকে টেনে তুলে রাজাপাকসা ও অধিনায়ক দাসুন শানাকা । এরা অনবদ্য খেলে ম্যাচর এক বল বাকি থাকতে ভারতকে পরাজয়ের রাস্তা দেখিয়ে দেয় । শ্রীলঙ্কা ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে জয় পায় ৬ উইকেটে । শানাঙ্কা ৩৩ ও রাজাপাকসা ২৫ রানে অপরাজিত ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

9 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

10 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

12 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

12 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

12 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

13 hours ago