Categories: খেলা

ভাতা বাড়ছে চুক্তিবদ্ধ কোচদের

এই খবর শেয়ার করুন (Share this news)

চলতি ২০২২-২৩ অর্থ বছরের জন্য ক্রীড়া খাতে ২ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করলো ত্রিপুরা ক্রীড়া পর্যদ । পাশাপাশি রাজ্যের খেলাধুলার উন্নয়ন ও প্রসারের কথা মাথায় রেখে বেশকিছু ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হলো । এর মধ্যে ক্রীড়া পর্যদের বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে নিয়োজিত চুক্তিবদ্ধ কোচদের বেতন সাড়ে চার হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত হাজার টাকা করা , কোচিং সেন্টারগুলোতে নতুন করে বিভিন্ন ইভেন্টে ১৫ জন চুক্তিবদ্ধ কোচ নিয়োগ করা , ক্রীড়া পর্ষদের নিয়মিত কর্মচারীদের অবসরকালীন সময় যে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া হতো তা বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ দশ লক্ষ টাকা করার এবং রাজ্য সরকারের তরফে প্রস্তাবিত সম্পূর্ণ অনুদান পাওয়া গেলে স্বশাসিত ক্রীড়া সংস্থাগুলোর ক্রীড়া অনুদান বাড়ানোর বিষয়ে গৃহীত প্রস্তাব ও প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । মঙ্গলবার ত্রিপুরা ক্রীড়া পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে । রাজধানীর এনএসআরসিসির কনফারেন্স হলে এ দিন দুপুরে ক্রীড়ামন্ত্রী তথা ত্রিপুরা ক্রীড়া পর্ষদের চেয়ারম্যান সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় । ত্রিপুরা ক্রীড়া পর্ষদের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার দীর্ঘ সময় পর এই প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো । এ দিনের বার্ষিক সাধারণ সভায় শুরুতে গত ২০১৯-২০ , ২০২০-২১ ও ২০২১-২২ শেষ তিন অর্থ বছরের কাজকর্মের উপর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত । সেই সাথে গত শেষ তিনটি অর্থ বছরের খরচকৃত অর্থের হিসেব ও তার অডিট রিপোর্ট পেশ করা হয় । যা বৈঠকে সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছে । গত অর্থ বছরের খেলাধুলাসহ বিভিন্ন খাতে খরচের উপর বিস্তারিত আলোচনা হয় । তারপর চলতি ২০২২-২৩ অর্থ বছরের ক্রীড়া খাতে প্রাথমিক বাজেট নিয়ে আলোচনা ও তা প্রস্তাব আকারে পেশ করা হয় । মোট ২ কোটি ৬৯ লক্ষ ৬০ হাজার টাকার একটা প্রস্তাবিত বাজেট পেশ করা হয় । এতে স্বশাসিত সংস্থাগুলোর অনুদান , চুক্তিবদ্ধ কোচদের বেতন , বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো সংস্কার , কোচিং প্রোগ্রাম , কর্মচারীদের বেতন প্রদান করা হয় বিভিন্ন খাতে খরচের বিষয়টি রয়েছে । বৈঠকশেষে ত্রিপুরা ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত জানান , রাজ্যের সার্বিক খেলাধুলার স্বার্থে একাধিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । চুক্তিবদ্ধ কোচদের এনআইএস সার্টিফিকেট কোর্স করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে । যাতে করে খেলার মাঠে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দিতে পারেন কোচরা । বৈঠকে স্বশাসিত ক্রীড়া সংস্থাগুলির অনুদান ইস্যুতে সদস্যরা তাদের ক্ষোভও জানান । জবাবে সচিব নাকি জানান , রাজ্য সরকার থেকে সম্পূর্ণ প্রাপ্ত অনুদান পাওয়া গেলে স্বশাসিত ক্রীড়া সংস্থাগুলোর ক্রীড়া অনুদান আগের চাইতে অনেকটাই বৃদ্ধি করা হবে । কোচিং সেন্টারগুলোতে নিয়োজিত চুক্তিবদ্ধ কোচদের বেতন সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হয়েছে । ক্রীড়া পর্ষদের বিভিন্ন কোচিং সেন্টারে নতুন করে ১৫ জন নিয়োগ করা হবে । জানা গেছে , এ দিনের বৈঠকে স্পোর্টস অ্যাক্টের বিষয় নিয়ে আলোচনা হয়েছে । এই বিষয়ে সংস্থাগুলো যে এখনও ধোঁয়াশায় রয়েছে তা উঠে আসে বৈঠকে । এছাড়া আরও বেশকিছু বিষয়ের উপর আলোচনা হয়েছে । এ দিনের বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা , ক্রীড়া পর্ষদের সদস্য সঞ্জয় পাল , বিমল কুমার রায় চৌধুরী , মৃণাল কান্তি দাস , সুজিত রায় সহ অনেকেই ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago