দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ফের বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলো শহর আগরতলা। সৌজন্যে যথারীতি আগাম সতর্কতা অবলম্বন না করে পরিকল্পনাহীন ভাবে চলা উন্নয়ন কর্ম।এর জেরে রাজ্যের রাজধানী শহর আগরতলার পূর্বাংশ পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারতো। পুরনো মোটর স্ট্যান্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। ঘটনার সূত্রপাত শুক্রবার রাত সাড়ে নয়টার পর।আচমকাই পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় গ্যাস পরিবাহী পাইপ লাইন ফেটে যায়। সোঁ, সোঁ, শব্দে তীব্র গতিতে গ্যাস বের হতে শুরু করে। এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় রাজ্যে পাইপ লাইন গ্যাসের পরিবহন ও সরবরাহের দায়িত্বে থাকা ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের কাছে।
সংস্থার আপতকালিন বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। বাহিনী দ্রুত ছুটে এলেও কাঙ্ক্ষিত দ্রুততার সঙ্গে কাজ শুরু করে উঠতে পারেনি। কারণ পুরনো মোটর স্ট্যান্ড এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য এর চারপাশে টিনের বেড়া দিয়ে রাখা হয়।এই বেড়া ভেদ করে ভেতরে প্রবেশ করা মুশকিল হয়ে যায় পাইপ লাইনে গ্যাস পরিবাহী ও সরবরাহকারী সংস্থার পক্ষে। এই ফাঁকে পাইপ লাইনের ফেটে যাওয়া অংশে কেউ আগুন না ধরানোর ফলে বিপদ বাড়েনি।পরে সংস্থার ভারপ্রাপ্ত আধিকারিক চন্দন চক্রবর্তীর তত্ত্বাবধানে প্রায় দুই ঘন্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া গেছে। এ নিয়ে গত পক্ষ কালের মধ্যে আগরতলা শহরে দুই বার গ্যাসের পাইপ লাইন ফেটেছে। কোন রকমে বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে শহর।
এর বছর কয়েক আগেও অনুরূপ পরিস্থিতি তৈরী হয়।প্রতি বারই তৃতীয় পক্ষের দায়সারা কাজ কর্মের ফলে বিপদের আশঙ্কা দেখা দেয়। আর প্রতি বারই পরিস্থিতি সামাল দিয়েছে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। জানা গেছে শুক্রবার রাতের ঘটনা এ পর্যন্ত পাইপ লাইন গ্যাসের সবচেয়ে বড়ো বিপদের ঝুঁকি তৈরী করে। কেন না এ দিন চার ইঞ্চি ব্যসের গ্যাস পরিবাহী পাইপ ফেটে যায়। এই পাইপের মাধ্যমেই আগরতলা শহরের প্রায় পুরো পূর্বাংশে গ্যাস পরিবহন ও সরবরাহ করা হয়। এই ধরনের গ্যাস পরিবাহী পাইপে ত্রি স্তরীয় সুরক্ষা বলয় সহ সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা থাকে। এর মধ্যেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণ নিয়ে প্রশ্ন উঠতে থাকলেও এই প্রশ্নের উত্তর যেন জানা নেই কারও।
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার তার শরীরের হাড়ে ছড়িয়ে…
অনলাইন প্রতিনিধি :-বিজ্ঞান জাদুঘর আন্দোলনের বিশিষ্ট মুখ সরোজ ঘোষ প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯…
ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতি লইয়া বিশ্বের এক নম্বর প্রভু ডোনাল্ড ট্রাম্প বারংবার আউড়াইতেছেন,তাহার কারণে বিশ্ব একটি…
অনলাইন প্রতিনিধি :-রবিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে কেন্দ্রীয় মৎস্য, ডেয়ারি,পশু প্রতিপালন এবং পঞ্চায়েতি রাজ দপ্তরের…
অনলাইন প্রতিনিধি :-সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটাগড়ে। ৪ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের চারতলায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণের…
অনলাইন প্রতিনিধি :-রবিবার পড়ন্ত বিকেলে গোটা মোহনপুর জুড়ে দেশ প্রেমের উত্তাল হাওয়া বইতে শুরু করে।…