বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা বন্দে ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-অল্পেতে ট্রেন লাইনচ্যুত হতে হতে রক্ষা।এ বার বন্দে ভারত। রেললাইনের উপর বিশাল আকারের একটি পাথর রেখে দেওয়া হয়েছিল। কিন্তু বন্দে ভারতের চালক দূর থেকে দেখতে পেয়েই ট্রেনটিকে থামান। তার পর স্টেশন ম্যানেজারকে খবর দেন। এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় ওড়িয়ার নওপাড়ায়। চালকের বুদ্ধিমত্তায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বন্দে ভারত।

Dainik Digital: