ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিটের টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কের উপর ভরসা রেখে নিজেদের কষ্টার্জিত অর্থ নিশ্চিন্ত মনে বিভিন্ন ব্যাঙ্কে জমা রাখেন গ্রাহকেরা। কিন্তু এবার গ্রাহককেই ঘুমে রেখে তার ফিক্সড ডিপোজিট থেকে উধাও হলো এক লক্ষ টাকা বলে অভিযোগ। বৃহস্পতিবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোডস্থিত ইন্ডিয়ান ব্যাঙ্কের বিরুদ্ধে এমনি অভিযোগ উঠলে চাঞ্চল্য ছড়ায় ব্যাঙ্ক চত্বরে।
ঘটনার বিবরণে ব্যাঙ্ক গ্রাহক রাণীরবাজার নিবাসী অনিমা দেবনাথ জানান, আনুমানিক এক বছর আগে ২০২৩-এর ডিসেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তিনি। যার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল এ বছরের জানুয়ারীর ১৫ তারিখে। অভিযোগ, ম্যাচুরিটির তারিখ পেরিয়ে যাওয়ার পর বিভিন্ন সময় ব্যাঙ্কে যোগাযোেগ করলে কখনও কেওয়াইসি আপডেট, সার্ভার ডাউন সহ বিভিন্ন কারণ দেখিয়ে ঘোরানো হয় তাকে। সেসব শর্ত পূরণ করা হলেও অবশেষে বুধবার সন্ধ্যায় তাকে ফোনে জানানো হয় উধাও তার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে রাখা সঞ্চয়। ব্যাঙ্কে রাখা ১ লক্ষ টাকা নাকি তোলা হয়ে গেছে গত বছর ২০২৪-এর জানুয়ারী এফডি জমার এক মাস পরেই। ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় মহিলা জানান, বৃহস্পতিবার তার এফডি সার্টিফিকেট সহ ব্যাঙ্কে যোগাযোগ করলে ব্যাঙ্ক থেকে বলা হয় তা নকল, কালার জেরক্সের মাধ্যমে বানানো হয়েছে সেটি।এছাড়াও জানানো হয় অসুস্থতার কারণ দেখিয়ে নাকি তিনি তুলে নেন ১ লক্ষ টাকা। তিনি আরও জানান, ব্যাঙ্ক থেকে টাকা তোলার রিসিপ্টেও রয়েছে তার নিজস্ব সই। কিন্তু কখন এবং কীভাবে তার স্বাক্ষর এলো ব্যাঙ্কে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। ঘটনার প্রেক্ষিতে থানায় জিডি এন্ট্রি সহ আদালতের এফিডেভিট ব্যাঙ্কে জমা করলেও টাকা ফেরতের ব্যাপারে তাদের কোনও ধরনের সদুত্তর দিতে পারেনি ব্যাঙ্ক। এদিকে, গোটা ঘটনা নিয়ে কোনও ধরনের বক্তব্য পাওয়া যায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ তরফে। তবে দেশের বিভিন্ন রাজ্যে সুনামের সাথে গ্রাহক পরিষেবা প্রদানকারী এমন একটি ব্যাঙ্কের বিরুদ্ধে এহেন চাঞ্চল্যকর অভিযোগে সহজেই উৎকণ্ঠা ছড়ায় ব্যাঙ্ক গ্রাহক এবং জনমনে।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

7 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

8 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

8 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

9 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago