বিশ্ব জিমনাস্টিক্স ছিটকে গেলো দীপা।

অনলাইন প্রতিনিধি :- হাঙ্গেরিতে ওয়ার্ল্ড চ্যালেঞ্জার কাপ জিমনাস্টি চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন অলিম্পিয়ান জিমনাস্ট দীপা কর্মকার। পদক জেতার স্বপ্ন স্বপ্নই থেকে গেল ত্রিপুরার মেয়ে দীপার। নিজের পছন্দের অ্যাপারেটারার্স ভল্ডিং টেবিলে ভালো পারফরম্যান্স করতে পারেনি। প্রথম ভল্টে আউট হয়ে যায় দীপা। প্রথম ৮ জনে জায়গা করতে না পারায় ফাইনাল রাউণ্ডে উঠা সম্ভব হয়নি দীপার। ১২.৫৭৫ পয়েন্ট নিয়ে দশ নম্বর পজিশন পেলেন দেশের এই মহিলা জিমন্যাস্ট। তবে দেশের অপর মহিলা জিমনাস্ট প্রণতি নায়েক ভল্টিং টেবিলে সফলতার সঙ্গে পাঁচ নম্বর পজিশনে জায়গা করে নেয়। ফাইনাল রাউণ্ডে আজ রাতে নামছেন পশ্চিম বাংলার মেয়ে প্রণতি। হাঙ্গেরি থেকে ভারতীয় দলের কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী নিজেই ফোনে এ খবর জানান। তিনি বলেন, দীপা ভল্টিং টেবিলে ফাইনাল রাউণ্ডে উঠতে পারেনি। ৩২টি দেশ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।

Dainik Digital: