অনলাইন প্রতিনিধি :-বিশ্বের ইতিহাসে এই প্রথম।কাঠের প্যানেলওযুক্ত স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল জাপান।সম্প্রতি জাপানের গবেষকদের তৈরি এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে।চাঁদ এবং মঙ্গল গ্রহ অভিযানে কাঠ ব্যবহারের উপযোগিতা পরীক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে এটি পাঠানো
হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
কিয়োতো বিশ্ববিদ্যালয় এবং এ দেশের আবাসন নির্মাণকারী সংস্থা ‘সুমিতোমো ফরেস্ট্রি’ একযোগে এই স্যাটেলাইট তৈরি করেছে।এটির বৈজ্ঞানিক নাম ‘১৯১১.টি’। কাঠের তৈরি ‘লিগনোস্যাট’ নামের এই স্যাটেলাইটটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে বলে কিয়োতো বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।তার পরে সেখান থেকে এটিকে পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উচ্চতায় কক্ষপথে ছেড়ে দেওয়া হবে।
স্যাটেলাইটটির নাম লিগনোস্যাট, যা লাতিন ভাষায় কাঠের জন্য ব্যবহৃত শব্দ।ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানে ধাতুর বদলে নবায়নযোগ্য উপাদানগুলি ব্যবহার সম্ভব কি না, তা অনুসন্ধান করতেই এমন অভিনব পদক্ষেপ করা হয়েছে।স্পেস শাটলে চড়ে কিয়োতো বিশ্ববিদ্যালয়ে মানুষের মহাকাশ কার্যক্রম নিয়ে গবেষণা করা নভোচারী তাকাও দোই বলেন,’কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারব, মহাকাশে চিরকাল বসবাস করতে পারব এবং অন্যান্য কাজও
করতে পারব।’ চাঁদ এবং মঙ্গল গ্রহে গাছ লাগানো এবং কাঠের বাড়ি তৈরির ৫০ বছরের পরিকল্পনা নিয়ে তাকাও দোইয়ের নেতৃত্বে একদল গবেষক সিদ্ধান্ত নিয়েছিলেন, কাঠকে মহাকাশ-গ্রেড উপকরণ প্রমাণ করতে তারা একটি নাসা-সার্টিফাইড কাঠের স্যাটেলাইট তৈরি করবেন। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজিং মুরাতা বলেন, ‘১৯০০ সালের শুরুর দিকে বিমান কাঠের তৈরি হতো। তাই একটি কাঠের স্যাটেলাইটও সম্ভব। মুরাতা আরও বলেন, ‘পৃথিবীর তুলনায় মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে জল বা অক্সিজেনের মতো এমন কোনও উপাদান নেই, যা কাঠকে নষ্ট বা দগ্ধ করতে পারে।’
গবেষকরা বলছেন, বাতিল হওয়ার পর কাঠের স্যাটেলাইট পরিবেশের উপর নেতিবাচক প্রভাব- কমাতে সহায়তা করবে।তাকাও দোই মনে করেন, ভবিষ্যতে ধাতুর তৈরি উপগ্রহ নিষিদ্ধ হতে পারে।দোই বলেছেন, মহাকাশে ধ্বংস হওয়া এড়াতে, বাতিল উপগ্রহগুলিকে অবশ্যই বায়ুমণ্ডলে পুনরায় ফিরিয়ে আনা হয়।প্রচলিত ধাতুর তৈরি উপগ্রহগুলি পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম্যা অক্সাইড কণা তৈরি করে।তবে সেই তুলনায় কাঠের উপগ্রহগুলি ধ্বংসের সময় কম দূষণ হবে।
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…
অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…
অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…