Categories: দেশ

বিশ্বের নজরে এখন শ্রীহরিকোটা।

এই খবর শেয়ার করুন (Share this news)

ভারতের এই চন্দ্রযান-৩ অভিযানের দিকে নজর আমেরিকার। তারাও অধীর আগ্রহে অপেক্ষা করছে এই চন্দ্রাভিযান শুরু হওয়ার। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, চন্দ্রযান-৩ থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে চাঁদে মানুষকে পাঠানোর জন্য কার্যকর প্রমাণিত হতে পারে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত আর্টেমিস অ্যাকর্ডসে সই করেছে। ভারতের মহাকাশ গবেষণা সমগ্র বিশ্বের মানুষের কাজে আসবে।’সম্প্রতি নাসার নেতৃত্বে আর্টেমিস অ্যাকর্ডে স্বাক্ষর করেছে ভারত। শান্তিপূর্ণ চন্দ্র অন্বেষণের প্রতিশ্রুতির বার্তা দেয় এই চুক্তি। চুক্তিটি দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তাকে আরও বেশি বাস্তবের রূপ দেবে। মহাকাশ মিশনে জ্ঞান ও দক্ষতাকে অন্য দেশের সঙ্গে ভাগ করে নেওয়ার পথকে আরও চওড়া করে এই চুক্তি। আরও ২৬টি দেশের সঙ্গে ভারতও এই চুক্তির নতুন সদস্য। মহাকাশ গবেষণায় তথা চাঁদ, মঙ্গল ও অন্যান্য ক্ষেত্রেও শান্তিপূর্ণ, টেকশই এবং স্বচ্ছ সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ভারত। ২০২৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মিশনে একটি যৌথ প্রচেষ্টা চালু করার লক্ষ্য রয়েছে নাসার। সেই কারণে নাসা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশচারীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করবে।মনিপাল সেন্টার ফর ন্যাচারাল সায়েন্সেসের অধ্যাপক ও ডিরেক্টর ড. পি. শ্রীকুমার আগে সরোতে মহাকাশ বিজ্ঞান প্রোগ্রাম অফিসের ডিরেক্টর ছিলেন। তিনি বললেন, ‘চাঁদে গুরুত্বপূর্ণ সম্পদের ভাণ্ডার থাকতে পারে। কিন্তু সেটি এখনও সম্পূর্ণরূপে নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি। সেগুলি অনেক দূরের বিষয়। কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, মানবজাতির স্বার্থে সমস্ত দেশকে চাঁদে পরস্পরের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই হবে।”

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

13 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

15 hours ago