২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে।শেষ হবে ১৮ ডিসেম্বর।ফুটবল উন্মাদনার সঙ্গে ডিমের যোগ! হ্যাঁ, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। আর তাতে ডিমের চাহিদা তুঙ্গে। এতটাই যে ভারতের ‘ল্যান্ড অফ পোলটি’ নমাক্কাল থেকে দেড় কোটি ডিম রফতানি করতে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।দক্ষিণে তামিলনাড়ুর অন্তর্গত নমাক্কাল জেলা ‘ল্যান্ড অফ পোলট্টি’ নামে পরিচিত।এখানে পোলটি বিখ্যাত। নমাক্কাল থেকে তামিলনাড়ু তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানত মধ্যপ্রাচ্যের সৌদি আরব,ইরান,ইরাক, ওমান বাহরিন এবং মলদ্বীপে ডিম রফতানি হয়। প্রতি মাসে 2 কোটি ডিম যায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি ডিম আমদানি করে কাতার। এখন কাতারে দুনিয়ার ফুটবলপ্রেমীদের ভিড় তাই খাবার-দাবারের চাহিদা কয়েকগুণ বেড়েছে। তার মধ্যে অন্যতম ডিম প্রতি মাসে ৫০ লক্ষ ডিম রফতানি হত কাতারে। ২০২২ সালের বিশ্বকাপ শুরুর পরে তিনবারে ১ কোটি ৫০ লক্ষ ডিম পাঠাতে হয়েছে, জানিয়েছে রফতানিকারক সংস্থা।যেখানে নমাক্কাল থেকে ডিম রফতানি হয় এখন, বছর অন্তর ফুটবল উৎসব হচ্ছে সেখানে।”সারা দুনিয়ার লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী জড়ো হয়েছেন কাতারে।এর ফলে খাবার মজুত করতে হচ্ছে,বিশেষত ডিম। তিনি জানান,গত এক মাসে কাতারে সাধারণ সময়ের তুলনায় তিনগুণ ডিম রফতানি করতে হয়েছে। নমাক্কাল থেকে প্রতি মাসে প্রায় ২ কোটি ডিম রফতানি হত আরব আমির শাহি, ওমান, কাতার, বাহরিন এবং মলদ্বীপে।এখন তা পৌঁছেছে ৪ কোটিতে।কাতারে ফি মাসে ৫০ লক্ষ ডিম পাঠাতে হত । এখন সেই সংখ্যা ১ কোটি ৫০ লক্ষতে উঠেছে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…