বিশাখাপত্তনম স্টেশনে কোরবা এক্সপ্রেসে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-কোরবা থেকে বিশাখাপত্তনমগামী এক্সপ্রেসের এসি কামরায় অগ্নিকাণ্ড। বিশাখাপত্তনম স্টেশনে দাঁড়ানো অবস্থায় ছিল ট্রেনটি। এবং জানা যায়,বিশাখাপত্তনম স্টেশনে ঢোকার পরই আগুন লাগে। খুব দ্রুত একের পর এক তিনটি কামড়া বি৬, বি৭, এম১ কামরায় আগুন ছড়িয়ে পড়ে।
তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। । সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা স্টেশন চত্বর। আগুন নেভানোর প্রচেষ্টা চালানো হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আপাতত ট্রেনটিকে স্থগিত করা হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Dainik Digital: