বিরোধীরা শিক্ষা নেবে কি?

এই খবর শেয়ার করুন (Share this news)

প্রত্যাশিতভাবেই বিপুল ব্যবধানে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন জগদীপ ধনখড় । একই সাথে ভারতের সংসদীয় ইতিহাসে গত পঁচিশ বছরের রেকর্ড ভাঙলেন তিনি । পরিসংখ্যান বলছে , ১৯৯৭ সাল থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ২৫ বছরের মধ্যে অনুষ্ঠিত ছয়টি উপরাষ্ট্রপতি নির্বাচনের নিরিখে সর্বোচ্চ ব্যবধানে জয়ী হয়েছেন তিনি । গতবার অর্থাৎ ২০১৭ সালে জয়ী ভেঙ্কাইয়া নাইডুর থেকেও তিনি বেশি ব্যবধানে জিতে দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হয়েছেন । নির্বাচনে বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড় মোট ৭২৫ টি ভোটের মধ্যে ৫২৮ টি ভোট পেয়েছেন ।

অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী মার্গারেট আলভা পেয়েছেন ১৬২ টি ভোট । জয়ের ব্যবধান ৩৪৬ ভোট । শতকরা ৭২.৮ শতাংশ ভোট গেছে এনডিএ প্রার্থী ধনখড়ের দখলে । তবে উপরাষ্ট্রপতি পদে জয়ের সর্বকালীন রেকর্ড কে.আর নারায়ণের দখলেই রয়েছে । ১৯৯২ সালে তৎকালীন কংগ্রেস প্রার্থী কে আর নারায়ণ মোট ৭০১ টি ভোটের মধ্যে ৭০০ টি ভোট পেয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাত্র একটি ভোট পড়েছিল । এই রেকর্ড আজও অক্ষত । স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসিত এনডিএ জোট। আইনজীবী থেকে দেশের ১৪ তম নয়া উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় । কেমন ছিল তাঁর এই সফর ।

১৯৫১ সালের ১৮ মে রাজস্থানের ঝুনঝুনু জেলায় চিরাত্তয়া গ্রামে কৃষক পরিবারে জন্ম ধনখড়ের । রাজস্থান বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যায় স্নাতক ধনখড় একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮-৭৯ সালে এলএলপি পাস করেন । প্রথম জীবনে ধনখড় একজন আইনজীবী হিসাবেই কর্মজীবন শুরু করেন । আইনজীবী হিসাবেই দীর্ঘ সময় রাজস্থান হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আইনি পেশায় জড়িয়েছিলেন। কলেজ জীবন থেকেই রাজনীতিতে প্রবেশ । কলেজে থাকাকালীন সময়েই জনতা দলের সদস্য হন । ১৯৮৯ সালে রাজস্থানের ঝুনঝুনু কেন্দ্র থেকে জনতা দলের হয়ে লোকসভা ভোটে জয়ী হয়ে সাংসদ হন ।

১৯৯০ সালে কেন্দ্রীয় সংসদীয় প্রতিমন্ত্রী হন । ১৯৯৩ থেকে ১৯৯৮ পর্যন্ত রাজস্থানের কিষানগড়ের বিধায়ক ছিলেন তিনি । ২০০৩ সালে বিজেপি দলে যোগ দেন ধনখড় । রাজস্থানে অশোক গেহলটের উত্থান হতেই কিছুদিনের মধ্যে তিনি দলবদলে পদ্ম শিবিরে শামিল হন । ২০১৯ সালের ৩০ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে শপথ নেন । বাংলার রাজ্যপাল থাকাকালীন নানা ইস্যুতে তিনি বরাবরই খবরের শিরোনামে ছিলেন । সেখান থেকে দেশের ১৪ তম উপরাষ্ট্রপতি। এদিকে , উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই বিস্ফোরক টুইট করেন বিরোধী প্রার্থী মার্গারেট আলভা ।

তাঁর মতে ‘ সাজানো রণকৌশলেই উপরাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন জগদীপ ধনখড় । আর এই রণকৌশলের প্রয়াস বিরোধী জোটের ভাবনাকে বিপথে চালিত করেছে । এমনকি সমস্ত বিরোধী দলগুলি এবং তাঁদের নেতারা অজান্তেই লোকসান করেছে । ‘ মার্গারেট আলভার এই টুইট থেকে স্পষ্ট , রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও বিরোধীরা একপ্রকার ছন্নছাড়া ছিল । যার ফসল ঘরে তুলেছে বিজেপি । কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে , রাষ্ট্রপতি থেকে উপরাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ দুটি সংসদীয় পদেই ফের একবার আসীন হয়েছেন দেশের বর্তমান শাসকদলের প্রার্থীরা

আপাতদৃষ্টিতে বিষয়টি স্বাভাবিক বলে মনে হলেও দেশে বিরোধীদের অবস্থান যে আরও নড়বড়ে হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না । দেশের সর্বোচ্চ দুটি সংসদীয় পদের নির্বাচনে তামাম বিরোধীরা কার্যত কোনও প্রভাব এবং প্রতিরোধই গড়ে তুলতে পারেনি । ফলাফল থেকে সেটাই স্পষ্ট হয়েছে । এখন প্রশ্ন হচ্ছে , বিরোধী দলগুলি এর থেকে শিক্ষা নেবে কি ? সংসদের ভিতরে – বাইরে শুধু হৈ – চৈ করলেই যে সফলতা আসবে না তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেছে । দেশের গণতন্ত্রের ভিত ও মর্যাদা অক্ষুন্ন রাখতে বিরোধীদেরও সময়ের নিরিখে রণকৌশল তৈরি করতে হবে । নতুবা বিরোধীসঙ্কট আরও প্রসারিত হবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

9 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

9 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

19 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

19 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

20 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

20 hours ago