বিরল মহাজাগতিক ঘটনা, ২০-শে তিন বার গ্রহণের গ্রাসে সূর্য

এই খবর শেয়ার করুন (Share this news)

এক বিরল মহাজাগতিক ঘটনা। সোজা কথায়,হাইব্রিড সূর্যগ্রহণ। একদিনে তিন-তিনবার গ্রহণে মুখ ঢাকবে সূর্য।বিজ্ঞানীরা বলছেন, একশো বছরের মধ্যে খুব বেশি হলে একবারই এমন ঘটনা ঘটে। বিরলের মধ্যে বিরলতম সেই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে চলতি মাসেই। বাংলা নববর্ষের কয়েক দিন পরেই। আগামী ২০, বৃহস্পতিবার।বৈজ্ঞানিকদের ভাষায়, এটি হাইব্রিড সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুসারে সকাল ৭টা ৪ মিনিটে গ্রহণ লাগবে এবং গ্রহণ ছেড়ে যাবে বেলা ১২টা ২৯ মিনিটে। মোট ৫ ঘণ্টা ২৪ মিনিট ধরে চলবে সূর্যগ্রহণ। তবে আক্ষেপের কথা হল, ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। অ্যান্টার্কটিকা, থাইল্যান্ড, চিন, ব্রুনোই, ফিলিপিন্স, তাইওয়ান, সলোমন, ফিলিপিন্স, পাপয়া নিউ গিনি, ইন্দোনেশি অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা।সূর্যের পূর্ণগ্রাস দেখতে পাওয়াই বিরল ঘটনা। ১৮ মাস পর পর একটি করে পূর্ণগ্রাস হয় সূর্যের। সেটাই প্রকৃতির নিয়ম। যখন সূর্যের মুখ পুরোপুরি ঢেকে দেয় চাঁদ।


তার ফলে, দৃশ্যমান হয়ে ওঠে সূর্যের বায়ুমণ্ডল বা করোনা।যা এক অপূর্ব সুন্দর মহাজাগতিক দৃশ্য। সূর্যের কখনও আংশিক গ্রাস হয়, কখনও পূর্ণগ্রাস, আবার কখনও বলয়গ্রাস বা ‘রিং অফ ফায়ার’। আর যদি একদিনেই পরপর তিন বার এমন ঘটতে থাকে তাহলে তাকে বলে হাইব্রিড বা সংকর সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা বলছেন, এই শতাব্দীতে ২২৪টির বেশি সূর্যগ্রহণ হওয়া সম্ভব নয়। সূর্যের মাত্র ৫৫টি পূর্ণগ্রাস বাকি আছে এখনও অবধি। একুশ শতকে হবে ৭২টি বলয়গ্রাস আর ৭৭টি খণ্ডগ্রাস। আর পূর্ণগ্রাস ও বলয়গ্রাস মিলিয়ে সূর্যের সংকর বা হাইব্রিড গ্রহণ হবে ৭টি। হাইব্রিড গ্রহণ হল একই সঙ্গে আংশিক, পূর্ণগ্রাস ও বলয়গ্রাস গ্রহণ। যদি তিন রকম গ্রহণ পরপর একই সঙ্গে ঘটে তাহলে তা হল হাইব্রিড বা মিশ্র।এটিকে বিরলতম মহাজাগতিক ঘটনা বলেন বিজ্ঞানীরা।যখন সূর্য পুরোপুরি ঢাকা পড়ে যায় চাঁদের ছায়ায়, আমরা তাকেই বলি পূর্ণগ্রাস।বিজ্ঞানের পরিভাষায়,“টোটাল সোলার একলিপ্স’।সূর্যের পূর্ণগ্রাস মেরেকেটে হতে পারে ৬ থেকে ৭ মিনিটের জন্য।কোথাও যদি সেটা পুরোপুরি হয়,তা হলে অন্য কোথাও হবে সূর্যের আংশিক গ্রহণ।যেখানে পৃথিবীর সামনে এসে চাঁদ পুরোপুরি ঢেকে দিতে পারে না সূর্যকে। বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয়, ‘পার্শিয়াল সোলার একলিপ্স’। চাঁদের ছায়ার দু’টি অংশ থাকে। একটি ঘন কালো। তাকে বলা হয়, ‘আমব্রা’।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

8 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

8 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

9 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

9 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago