বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী বিশ্ব, এক সারিতে সৌরমণ্ডলের সাত গ্রহ।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিরল এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী বিশ্ববাসী। সৌরমণ্ডলের সাতটি গ্রহ চলে এসেছে একই সারিতে। রাতের আকাশে খালি চোখেই দেখা যাচ্ছে এই অনিন্দ্যসুন্দর দৃশ্য।মঙ্গলবার থেকে এই মহাজাগতিক কাণ্ড ঘটতে শুরু করেছে।সাতটি গ্রহকে এক সারিতে দেখা যাবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। জোতির্বিজ্ঞানের ভাষায় এই মহাজাগতিক ঘটনাকে বলা হয় ‘প্ল্যানেটারি প্যারেড’ বা গ্রহের বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার সূর্যাস্তের পর নি এই দৃশ্য দেখা যাওয়ার কথা।এরপর ২০৪০ সাল পর্যন্ত এমন দৃশ্য দেখার সুযোগ আর পাবে না এ গ্রহের বাসিন্দারা।
ভারতের আকাশে ঠিক কখন এমন বিরল দৃশ্য দেখা যাবে? কলকাতার পজিশনাল অ্যাস্ট্রনমি সেন্টার সূত্রে খবর, সূর্যাস্তের অব্যবহিত পরেই, আরও নির্দিষ্ট করে বললে, সূর্য অস্তাচলে যাওয়ার পর তথা দিগন্তরেখায় মিলিয়ে যাওয়ার প্রথম ৪৫ মিনিটেই এই বিরল দৃশ্য ভারতীয়রা অবলোকনের সুযোগ পাবেন।সৌরজগতের যে সাত গ্রহ একই সারিতে চলে এসেছে সেগুলি হলো মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, বুধ ও শনি।এর মধ্যে বুধ, শুক্র, বৃহস্পতি ও মঙ্গল গ্রহ দেখা যাবে খালি চোখে। দিগন্তের নিম্নরেখায় অবস্থান করার কারণে খালি চোখে শনি গ্রহ দেখাটা কঠিন হবে। তবে টেলিস্কোপ বা দামি বায়নাকুলার দিয়ে দেখা যাবে।তবে ইউরেনাস ও নেপচুনকে দেখতে হলে প্রয়োজন হবে টেলিস্কোপের।
মেঘমুক্ত আকাশ থাকলে এ দৃশ্য ভালোভাবে দেখা যাবে। তবে একই সারিতে সাত গ্রহের দেখা মিলবে খুবই অল্প সময়ের জন্য। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে শনি ও বুধও অস্ত যাবে বলে এই দুই গ্রহের দেখা পাওয়াটা হবে কঠিন। লন্ডনভিত্তিক রয়‍্যাল অবজারভেটরি গ্রিনউইচের জ্যোতির্বিজ্ঞানী এডওয়ার্ড ব্লুমার বলেন, ‘এক সারিতে সাতটি গ্রহের দেখা পাওয়ার এ এক বিরল সুযোগ।এ দৃশ্য দেখার জন্য সূর্যাস্তের পর কয়েক মিনিট মাত্র সময় পাওয়া যাবে।কারণ,এরপরই তারা দিগন্তে মিলিয়ে যাবে। তবে এরপরও শুক্র,বৃহস্পতি ও মঙ্গল; এই তিন গ্রহকে বেশ খানিকটা সময় ধরে দেখা যাবে।’পৃথিবী-সহ সৌরজগতের আটটি গ্রহ একই কক্ষপথে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে। তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয়। গ্রহগুলির গতি ভিন্ন ভিন্ন হওয়ায় কখনও কখনও কিছু গ্রহ সূর্যের একই পাশে সারিবদ্ধ হয়ে প্রদক্ষিণ করতে থাকে। গ্রহগুলি যদি সূর্যের ডানদিকে থেকে প্রদক্ষিণ করতে থাকে,তখন সেগুলি পৃথিবী থেকে দৃশ্যমান হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

2 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

3 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

3 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

4 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

4 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago