বিমান টিকিটের দুর্মূল্যে যাত্রী অসন্তোষ বাড়ছে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:- আচমকাই শুক্রবারের কলকাতাগামী বিমানের ভাড়া লাগামছাড়া নেওয়া হয়েছে। শনিবারের কলকাতাগামী বিমানেও ভাড়া লাগামছাড়া। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ভাড়া তথা টিকিটের মূল্য নেওয়া হয়েছে ১১ হাজার টাকা থেকে ১৩ হাজার টাকার উপর। এয়ার ইন্ডিয়ার ভাড়াও খুব চড়া। বিস্ময়কর হলো আগরতলা থেকে কলকাতা যেতে আকাশপথে দূরত্ব হলো মাত্র ৩২৭ কিলোমিটার। এই আকাশপথে বিমানের সময় লাগে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। তারপরও স্বল্প দূরত্বের পথে বিমান সংস্থাগুলি কীভাবে যাত্রীর গলাকাটা ভাড়া তথা টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ক্ষুব্ধ রাজ্যের বিমানযাত্রীরা বারবার এই প্রশ্ন তুলছেন। এমন স্বল্প দূরত্বের আকাশপথে অস্বাভাবিক তথা যাত্রীর গলাকাটা ভাড়া নেওয়া দেশের কোনও জায়গায় কোনও রুটে নজীর নেই। শুধু ব্যতিক্রম আগরতলা- কলকাতা রুটেই। দুদিন আগে রাজ্য পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী ইন্ডিগোর সর্বোচ্চ কর্তা তথা এমডিকে স্বল্প দূরত্বের রুটে আকাশছোঁয়া ভাড়া নেওয়ার প্রতিবাদ জানিয়ে কম ভাড়া নেওয়ার জন্য চিঠিও দেন। কিন্তু তারপরও ইন্ডিগো ও অন্য বিমান সংস্থাগুলি আকাশছোঁয়া ভাড়াই নিচ্ছে। কেন্দ্রীয় সরকার দেশে বিমান পরিষেবা নিয়ন্ত্রণ ও দেখভাল করে। অথচ আগরতলা-কলকাতা রুটে সামান্য ভিড় দেখা দিলেই দিনের পর দিন বিমান সংস্থাগুলি সুযোগ বুঝে আকাশছোঁয়া ও যাত্রীর নাগালের বাইরে টিকিটের মূল্য নিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উদাসীনতায় ও নির্বিকার ভূমিকা নিয়ে রাজ্যবাসী প্রচণ্ড ক্ষুব্ধ।
এদিকে, ঘূর্ণিঝড় ডানার প্রভাব মুক্ত হওয়ায় শুক্রবার সকাল ৯টায় কলকাতা বিমানবন্দর খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘূর্ণিঝড়ের সতর্কতায় বিমান উড়ানে ঝুঁকি ও বিপদ এড়াতে কলকাতা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। তাতে সন্ধ্যার পর আগরতলা রুটের ইন্ডিগোর দুটি ১৮০ আসনের এয়ারবাসের উড়ান বাতিল হয়েছিল। শুক্রবার বিমান পরিষেবা স্বাভাবিক ছিল। এদিকে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার ১৮৬ আসনের এআই-৭৪৩ এয়ারবাসটি কলকাতা থেকে যাত্রী নিয়ে ঠিক সময়মত বেলা ১২টায় আগরতলার উদ্দেশে রওয়ানা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে রানওয়েতে দৌড় শুরু করার শেষ মুহূর্তে যান্ত্রীক ত্রুটি দেখা দেয়। তাতে বিমানটি রানওয়ে থেকে ফিরিয়ে এনে যাত্রীদের নামিয়ে দেয়। পরে কলকাতা বিমানবন্দরে আটক যাত্রীদের বিমান দেয়। সেই বিমানে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা বিলম্বে যাত্রীরা আগরতলায় আসেন। আগরতল থেকে ফিরতি বিমানটি বেলা ১টা ৪৫ মিনিটের বদলে সন্ধ্যা ৬টায় কলকাতার রওয়ানা দেয়। বিমান বিলম্বে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

8 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

8 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

9 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

9 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago