বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ। যাওয়ার পথে হঠাৎ বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তারপরেই ট্রেন থামান চালক। ততক্ষণে লাইনচ্যুত হয়ে গিয়েছে তিনটি কামরা। যদিও পূর্ব উপকূলীয় রেল সূত্রে দাবি, বেলাইন হলেও কামরা তিনটির কোনও ক্ষতি হয়নি। যদিও খবর পাওয়ার পরেই সেখানে ছুটে যান উদ্ধারকারীরা। জানা যায় ছত্তিসগড়ের রায়পুরের দিকে যাচ্ছিল মালগাড়িটি। তবে এটি যাত্রীবাহী ট্রেন না হয়ে পণ্যবাহী হওয়ায় বিপদ কিছুটা এড়ানো গিয়েছে।

Dainik Digital: