বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে মুখ্যমন্ত্রী!

অনলাইন প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বৃহস্পতিবার আগরতলায় এবং এর আশেপাশে বেশকিছু অডিটোরিয়াম এবং প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে মুক্তধারা অডিটোরিয়াম, নজরুল কলাক্ষেত্র, গুর্খাবস্তির বহুতল ভবনের নির্মাণ কাজ, নরসিংগড়ের
ফরেনসিক সেন্টার ও ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি।

পরিদর্শন কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিল্ডিং তুললাম কিন্তু ঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে কিনা তাও দেখার প্রয়োজন আছে। পাশাপাশি যে সকল প্রকল্পের অনুমোদন ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে সেগুলোর প্রকৃত অবস্থা কি রয়েছে তাও দেখার প্রয়োজন রয়েছে। এদিন প্রথমে তিনি মুক্তধারা অডিটোরিয়াম পরিদর্শন করেন। সেখানে কিছু সমস্যা রয়েছে যেগুলি দ্রুত নিরসনের নির্দেশ দিয়েছেন। সেখান থেকে নজরুল কলা ক্ষেত্র, সেখানেও কিছু সমস্যা চোখে পড়ে এবং দ্রুত সমাধান করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী অন্যান্য কাজও পরিদর্শন করেন।

Dainik Digital: