বিপ্লবের দাবিতে লাইট হাউস প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের দাবি মেনে, আগরতলা আখাউড়া সীমান্ত সংলগ্ন লাইট হাউস প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। খুব শীঘ্রই প্রকল্পের অবশিষ্ট নির্মাণ শেষ করার জন্য কাজ শুরু করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দিল্লীতে কেন্দ্রীয় আবাসন, শহরাঞ্চল বিষয়ক এবং বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল খট্টরের সাথে সাক্ষাৎ করে সাংসদ বিপ্লব দেব, প্রায় বন্ধ হয়ে থাকা লাইট হাউস প্রকল্পের মূল প্রতিবন্ধকতাগুলি তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে।সেই সাথে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি জানিয়েছিলেন। এখানে আরও উল্লেখ্য যে, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়েই সমগ্র ভারতে ছয়টি এবং উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আগরতলায় প্রথম লাইট হাউস প্রজেক্ট বাস্তবায়নের কাজ শুরু হয়েছিল।প্রথমে কাজের গতি থাকলেও, পরবর্তীকালে তা নানা কারণে থমকে যায়। এই প্রকল্প বাস্তবায়িত হলে এখানে এক হাজার পরিবার থাকার সুযোগ পাবে।বিভিন্ন জটিলতার কারণেই এই প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায়নি। এদিকে, প্রকল্পের।কাজ থমকে যাওয়ায় এই লাইট হাউস প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যেও ক্ষোভ। ও দুশ্চিন্তা দেখা দেয়। সুবিধাভোগীরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে । ডেপুটেশনও দিয়েছে। এমনকী আবাসন বুকিং-এর অর্থ ফেরত দেওয়ার দাবিও : তুলেছেন।
দিল্লীতে কেন্দ্রীয় আবাসন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সাংসদ শ্রীদেব প্রকল্পের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনার পাশাপাশি এই বিষয়ে আন্তরিক উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছিলেন। সাংসদ বিপ্লব দেবের দাবীকে মান্যতা দিয়ে অতিরিক্ত অর্থ বরাদ্দের মঞ্জুরি দিয়েছে কেন্দ্রীয় সরকার। আশা করা হচ্ছে, এই অতিরিক্ত অর্থ বরাদ্দের ফলে লাইট হাউস প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করতে আর কোনো সমস্যা হবে না। ফলে দ্রুত নির্মাণ কাজ শুরু হচ্ছে বলে খবর।

Dainik Digital: