বিপজ্জনক বলয়

এই খবর শেয়ার করুন (Share this news)

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আবারও ঘোলাটে হয়ে উঠেছে।শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।তাকে তোষাখানা মামলায় ৩ বছরের সাজা শুনিয়েছে একটি আদালত।তারপরই গ্রেপ্তার করা হয় তেহরিক ই ইনসাফ পার্টির প্রধানকে। তার গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তেই রণগর্ভ হয়ে উঠেছে পাকিস্তান। রাস্তায় নেমে পিটিআই সমর্থকদের বিক্ষোভ করতেও দেখা গেছে। গত ৩ জুলাই শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ইমরান। ইমরানের বক্তব্য ছিল তাঁকে আবার জেলে পোরার পরিকল্পনা করছে পাক সরকার ৷ এই বক্তব্যের ২ দিনের মধ্যে ইমরানের গ্রেপ্তার পাক রাজনীতিতে নতুন মাত্রা নিয়ে এসেছে। ইমরানে বিরুদ্ধে একাধিক অভিযোগে বিভিন্ন আদালতে মামলা চলছে পাকিস্তান। যার মধ্যে তোষাখানা মামলাটি অন্যতম। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার সময় ইমরান তার পদের অপব্যবহার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী থাকার সময় দেশ- বিদেশ থেকে ইমরান যে সমস্ত উপহারসামগ্রী পেয়েছিলেন, সেগুলো সরকারী ভাণ্ডার বা তোষাখানায় জমা না রেখে তা তিনি বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ। পাকিস্তানের নিয়ম অনুযায়ী বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যেসমস্ত উপহার দেন সেগুলো পাক তোষাখানায় জমা রাখতে হয়। কিন্তু ইমরানের ক্ষেত্রে সেটা হয়নি। এ মামলায় যে ইমরান বিপাকে পড়তে চলেছেন, এর ইঙ্গিত পাওয়া যায় যখন সেদেশের সর্বোচ্চ আদালত নিয়ে নিম্ন আদালতের কাজে হস্তক্ষেপ না করার কথা জানিয়ে দেয়। এ বছরই নভেম্বর মাসে পাকিস্তানের জাতীয় নির্বাচন হওয়ার সূচি রয়েছে। আগামী ১২ আগষ্ট শাহবাজ শরিফের নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণ করবে এবং নতুন সরকার গঠনের জন্য সর্বোচ্চ তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করা হবে-এমনটাই এতদিন স্থির থাকলেও বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আচমকাই জটিল আকার নিতে শুরু করেছে। এরই মধ্যে ইমরানের গ্রেপ্তারির পর নতুন ইঙ্গিত পাওয়া গেছে দেশটির ক্ষমতাসীন সরকারের কাছ থেকে। পাক আইনমন্ত্রী জানিয়েছেন, এই মুহূর্ত থেকেই পাকিস্তানে জনগণনার কাজ শুরু হবে। তাই আপাতত সাধারণ নির্বাচনের কোন সম্ভাবনা নেই। বরং আগামী অন্তত ৭/৮ মাস নির্বাচন পিছিয়ে দেওয়ার পরিকল্পনা আছে পাক সরকার। বলা হচ্ছে, নতুন নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ করতে গেলেই অন্তত: ৪ মাস সময় লেগে যাবে।অর্থাৎ একদিকে ইমরানকে তিন বছরের জন্য কারাবাসে এবং পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে বিরোধীরা অন্য ধরনের গন্ধ পাচ্ছে। কারণ ইমরানের গ্রেপ্তার ও কারাদণ্ডের আদেশ ছাড়াও আগামী ৫ বছরের জন্য রাজনীতিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে তেহেরিক ইইনসাফের চেয়ারম্যানকে। মনে করা হচ্ছে, পাকিস্তানের এই সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের পেছনে সেনাবাহিনীর অদৃশ্য ইঙ্গিত কাজ করেছে। কারণ ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে ইমরান পাক সেনাবাহিনীর সমর্থন পেয়েছিলেন। পাকিস্তানের রাজনীতিতে দেশটির সেনাবাহিনী বরাবরই সামনে কিংবা পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু ক্ষমতাসীন হওয়ার পরই সামরিক কর্তৃত্বের হাত থেকে নিজেকে সরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছিলেন ইমরান। যে কারণে ইমরানের সাথে সেনাবাহিনীর সম্পর্ক ক্রমেই শীতল হতে থাকে। এই শীতল সম্পর্কই রাজনীতিতে সেনার হস্তক্ষেপ আবার বাড়িয়ে দেয়। দেখা গেছে সামরিক বাহিনীর সাথে ইমরানের সম্পর্কের অবনতির পরপরই সংসদের অনাস্থা ভোটে ইমরান ক্ষমতাচ্যুত হয়ে যান। এরপরই দ্বৈরথ চূড়ান্ত রূপ নেয়। লক্ষণীয় হল, সরকার থেকে সরে যাবার পর ইমরানের দল বিগত সময়ে বিভিন্ন উপনির্বাচনে ৩৭টির মধ্যে ৩০টি আসনেই জয় পায়। এখানেই শুরু হয় নতুন রসায়ন। সেনার সহযোগিতায় নতুন সরকার গঠিত হলেও ক্ষমতাচ্যুত দলটির জনপ্রিয়তা একটু একটু করে যখন বাড়তে থাকে, তখনই নির্বাচন নিয়ে আতঙ্ক ছড়ায় সেনার অভ্যন্তরে। সবমিলিয়ে রাজনীতিতে পুরোমাত্রায় হস্তক্ষেপ শুরু করে সামরিক বাহিনী। শুরু হয়েছে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবাদ ও হত্যায় মদত দেওয়ার অভিযোগ বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব সহ নারী ও পদাধিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ধরপাকড়। এবার এরই জের হিসাবে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীনদের ভরাডুবির আঁচ করে এবং তেহরিক ই ইনসাফের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হতেই বড়সড় রাজনৈতিক ধাক্কার মুখে পড়লেন ইমরান। এই রাজনৈতিক ঘটনাক্রমের মধই দিয়ে একটা বিষয় পরিষ্কার, সেনাবাহিনীর প্রভাব বলয়েই কাটাতে হবে আগামী দিনগুলোতে পাকিস্তানকে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

8 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

9 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

10 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

10 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

11 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

12 hours ago