বিধানসভার ২৬ শূন্য আসনে উপনির্বাচন!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের সঙ্গেই হবে বিধানসভার উপনির্বাচন। ত্রিপুরা সহ দেশের তেরোটি রাজ্যের ছাব্বিশটি বিধানসভা আসন শূন্য পড়ে আছে। এর মধ্যে রয়েছে ত্রিপুরার রামনগর বিধানসভা আসন। এই আসনের বিধায়ক সুরজিৎ দু দত্তের প্রয়াণ হয়েছে। তারপর থেকেই শূন্য পড়ে আছে আসনটি। বিধানসভা আসন বিধায়কহীন থাকা রাজ্যের মধ্যে ত্রিপুরার সঙ্গে আরও বারোটি রাজ্য রয়েছে। এরমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড, হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান ও হিমাচল প্রদেশ। এসব রাজ্যের শূন্য বিধানসভা আসনের উপনির্বাচন হবে লোকসভার সঙ্গে ১৯ এপ্রিল থেকে পয়লা জুন। ত্রিপুরার রাজধানী শহর আগরতলার পশ্চিমাংশ নিয়ে গঠিত রামনগর বিধানসভা আসন।


বিজেপির বিধায়ক সুরজিৎ দত্ত মারা যাবার পর থেকে শূন্য এই আসনে উপনির্বাচন হবে ১৯ এপ্রিল। এ দিন সাতদফার লোকসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন হবে। প্রথম দফায় রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনও হবে। দেশের উত্তরাংশের রাজ্য হিমাচল প্রদেশে ছয়টি বিধানসভা আসন শূন্য। ধর্মশালা, লাহৌল ও স্পিতি, সুজনপুর, বার্সার, সাসরেট এবং কুটলেহর বিধানসভা আসনে উপনির্বাচন হবে পয়লা জুন। উল্লেখিত আসনের ছয় কংগ্রেস বিধায়ক রাজ্যসভা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করায় তাদের বিধায়ক পদ খারিজ হয়েছে। কংগ্রেস বিধায়ক সুধীর শর্মা, রবিঠাকুর, রাজেন্দ্র রানা, ইন্দ্র দত্ত লখনপাল, চৈতন্য শর্মা এবং দেবেন্দ্র কুমার এই কারণে বিধায়ক থাকার যোগ্যতা হারান। হিমাচল প্রদেশের এসব আসনে উপনির্বাচন হবে পয়লা জুন।গুজরাটের পাঁচটি শূন্য বিধানসভা আসনের উপনির্বাচন হবে ৭ মে। গুজরাটের বিজাপুর, খামভাত, মানবাদর, পোরবন্দরের কংগ্রেস বিধায়ক সি জে চাবদা, চিরাগ প্যাটেল, অরবিন্দ লাদানি, অর্জুন মোধওয়ালা সহ ভাখোদিয়ার নির্দল বিধায়ক ধর্মেন্দ্র সিং বিজেপিতে যোগদান করেন। ফলে শূন্য হয়ে যায় এসব আসন। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বিধায়ক পদ ত্যাগ করায় শূন্য হয় কর্নাল আসনটি। এই আসনে উপনির্বাচন হবে ২৫ মে। বিহারের আগিয়াও, উত্তরপ্রদেশের ধুবি এবং পশ্চিমবঙ্গের বরানগর বিধানসভার উপনির্বাচন হবে পয়লা জুন। বিহারের আগিয়াওয়ের সিপিআই (এমএল) বিধায়ক মনোজ মাঝি খুনের ঘটনায় জড়িয়ে পড়ে নিজের পদ হারান। পশ্চিমবঙ্গের বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে পদ হারান। উত্তরপ্রদেশের ধুবির বিজেপি বিধায়ক রাম দুলা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে নিজের পদ হারান। ঝাড়খণ্ডের গেনডি এবং উত্তরপ্রদেশের লখনৌ পূর্ব আসনের উপনির্বাচন হবে ২০ মে। গেনডির ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক সরফরাজ আহমেদ পদত্যাগ করেন। লখনৌ পূর্বের বিধায়কের মৃত্যু হয়। ফলে এই দুই বিধানসভা আসনে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ে। উত্তরপ্রদেশের দাদরাউল এবং তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ মে। এই দুই আসনের বিধায়ক বিজেপির মহানবেন্দ্র সিংহ এবং বিআরএসের লাস্য নন্দিতা সায়ান্নার মৃত্যুতে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়েছে। কর্ণাটকের শোরাপুর এবং পশ্চিমবঙ্গের ভগবান গোলা বিধানসভার উপনির্বাচন হবে ৭ মে। এই দুই আসনের কংগ্রেস ও তৃণমূল বিধায়ক রাজা ভেঙ্কটাপ্পা নায়েক এবং ইদ্রিস আলির মৃত্যুতে শূন্য হয়েছে। রাজস্থানের বাসিডোরা ও মহারাষ্ট্রের আকোলা পশ্চিম আসনে উপনির্বাচন হবে ২৬ এপ্রিল। বাগিডোরার কংগ্রেস বিধায়ক মহেন্দ্রজিং সিংহ মালব্য বিজেপিতে যোগ দিয়েছেন। আকোলা পশ্চিমের বিজেপি বিধায়ক গোবর্ধন মাঙ্গিলাল শর্মার মৃত্যু হয়েছে। ফলে শূন্য হয়েছে আসন দুইটি।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

10 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

11 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

13 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

13 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

13 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

15 hours ago