বিদ্যুৎ উন্নয়নে বিশেষ কর্মশালা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য বিদ্যুৎ দপ্তর এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে বুধবার আগরতলার একটি স্টার ক্যাটাগরির হোটেলে আয়োজিত হয় এক বিশেষ কর্মশালা।

শক্তির রূপান্তর এবং বাস্তবায়ন শীর্ষক এই কর্মশালায় বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, মুখ্যসচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কর্মকর্তারা।

উল্লেখ্য, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যের বিদ্যুৎ পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ চলছে।

Dainik Digital: