বিজ্ঞানী হওয়ার স্বপ্নে বিভোর রাজ্যের কৃতী ছাত্র সৌম্যজিৎ সাহা।

এই খবর শেয়ার করুন (Share this news)
FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp

অনলাইন প্রতিনিধি :- এমনিতে বরাবরের মতোই মেধাবী ছাত্র সৌম্যজিৎ সাহা। শৈশবে রাজধানীর উমাকান্ত ইংরেজি মাধ্যম থেকে অক্ষরজ্ঞান শুরু করা ছিপছিপে ছেলেটা এখন ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্র। বাড়ি৯ বনমালীপুরের দিঘির পাড় এলাকার। সম্প্রতি চন্দ্রযান ৩ এর অবতরণ দেখতে ইসরোর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে ডাক পায় খুদে এই কৃতী। কথা হয়েছে ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সাথেও।এরপরই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন যেন আরও বেশি করেই চেপে বসে তার মাথায়। স্কুলে ‘সেরার সেরা’র শিরোপা না পেলেও শিক্ষক শিক্ষিকাদের কাছে মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত সৌম্যজিৎ। সে জানায় তাকে স্কুল থেকে শিক্ষক শিক্ষিকারাই প্রথমদিকে উৎসাহিত করে ইসরোর একটি কর্মশালায় অংশ নিতে। সেই অনুযায়ী গত মে মাসের গোড়ার দিকে শিলংয়ের এনইএসএসিতে টানা দুই সপ্তাহের একটি কর্মশালায় যোগ দেয় সে। সাথে রাজ্যের আরও অন্তত নয় জন কৃতী। ‘যুভিকা’ নামক এই কর্মশালায় এছাড়াও দেশের মোট ২৮টি রাজ্য থেকে তিন শতাধিক কৃতী অংশ নেয়। কৃতী সৌম্যজিৎ এখানেই থেমে থাকেনি। ‘যুভিকা’ কর্মশালার ঠিক দুই মাস আগে গত জুলাই মাসে কেরালার ইণ্ডিয়ান ইনস্টিটিউট অব স্পেস সায়েন্স অ্যাও টেকনোলজিতেও ‘অনভিকা’ আয়োজিত আরও এক কর্মশালায় নিজের প্রতিভাকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পায় সে। এতে গোটা দেশের বিভিন্ন রাজ্য থেকে অর্ধ শতাধিক কৃতী অংশ নেয়। সৌম্যজিৎ জানায়, দুটি কর্মশালা ছাড়াও তার ঝুলিতে থাকা অল ইণ্ডিয়া অলিম্পিয়াডের স্বর্ণপদক, কংফুতে ২০১৯ সালের জাতীয় সাব জুনিয়রের মতো স্বর্ণপদকগুলি তাকে ইসরোর হেড কোয়ার্টারে পা রাখতে রসদ জুগিয়েছে। গত ২৩ আগষ্ট চাঁদের মাটিতে পা রাখে চন্দ্রযান-৩। ২৪ আগষ্ট ইসরো কর্তৃপক্ষের আমন্ত্রণে সাড়া দিয়ে সৌম্যজিৎ তার অভিভাবকদের নিয়ে পৌঁছায় বেঙ্গালুরুর ইসরো হেডকোয়ার্টারে। এরপরই সেখানে ২৫ এবং ২৬ আগষ্ট টানা দুদিনব্যাপী কৃতী সৌম্যজিৎকে দেখানো হয় চন্দ্রযান-৩-এর অবতরণ সহ গোটা প্রক্রিয়া। দেখানো হয় কী ধরনের সফটওয়ার কিংবা হার্ডওয়ারের সাহায্য নিয়েছে তারা। এছাড়াও এমন বহু খুঁটিনাটি। এমনকী দুদিনের এই আয়োজনে বিজ্ঞানীদের অনেকেই খুদে বিজ্ঞানীদের নানা কৌতূহলী প্রশ্নের উত্তর দেন। একই সাথে উৎসাহিতও করেন তাদের। কথাপ্রসঙ্গে শুক্রবার সৌম্যজিৎ জানায়, “ভবিষ্যৎ নিয়ে তেমন কোনও পরিকল্পনাই ছিলো না। এর আগে। তবে ইসরো চেয়ারম্যান এস সোমনাথের সাথে কথা বলার পর তিনি আমাকে ঢের উৎসাহিত করেছেন। আমিও সেই অনুযায়ী স্বপ্ন বুনতে শুরু করলাম।” বাবা গোপাল চন্দ্র সাহা এবং মা বহ্নিশিকা সাহাও ছেলের স্বপ্ন পূরণে খামতি রাখতে চান না কোনও কিছুতেই। মা বললেন, “সবে তো স্বপ্ন দেখার শুরু। মাঝখানে আরও অনেকটাই পথ পাড়ি দেওয়া বাকি। তবে স্বপ্ন যদি সত্যি হয়, তবে কতোই না ভালো লাগবে আমাদেরও!”

FacebookFacebookTwitterTwitterRedditRedditLinkedinLinkedinPinterestPinterestMeWeMeWeMixMixWhatsappWhatsapp
Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…

3 hours ago

হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…

3 hours ago

পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…

4 hours ago

প্রধানমন্ত্রীর হাতে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার ১০৩টি অমৃত ভারত রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই তালিকায়…

5 hours ago

ড্রোন আতঙ্ক গঙ্গাসাগরে!!

অনলাইন প্রতিনিধি :-ফের আকাশে ড্রোনের আনাগোনা। কলকাতায় সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই…

5 hours ago

ইণ্ডিগো বিমানে পড়ল বাজ, ভাঙল সামনের অংশ, শ্রীনগরে জরুরি অবতরণ!!

অনলাইন প্রতিনিধি :-প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর ভায়া দিল্লিগামী বিমান। সন্ধে থেকেই বজ্রপাত ও প্রবল…

18 hours ago