বিজেপি-আইপিএফটি জোট বহাল

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০১৮ সালের নির্বাচনে গঠিত হয়েছিল বিজেপি-আইপিএফটি জোট সরকার। ২৩ এর বিধানসভা নির্বাচনেও এই জোট বহাল থাকছে। ১২ টাকারজলা, ২৪ রামচন্দ্রঘাট, ৩৮ আশারামবাড়ি, ২৬ জোলাইবাড়ি এবং ৬০ কাঞ্চনপুর এই পাঁচটি কেন্দ্রে লড়াই করবে আইপিএফটি। শনিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করে একথা জানান রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ রেবতী ত্রিপুরা, বিজেপির জোট শরিক আইপিএফটি দলের ইউথ চেয়ারম্যান শুক্লা চরন নোয়াতিয়া এবং আইপিএফটি-র স্পোকস পার্সন বিধান দেব্বর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির সংস্কৃতি নীতি-আদর্শ অনুসারে কারো সঙ্গে জোট করলে সেই জোট সঙ্গীকে ছাড়ে না। হয়তোবা অন্যরা বিজেপিকে ছেড়ে চলে যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি দের উন্নতির লক্ষ্যে কাজ করছেন। সেই দিশায় কাজ করছে রাজ্য বিজেপি সরকারও। এছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে আইপিএফটি ইউথ চেয়ারম্যান শুক্লা চরন জমাতিয়া জানান, প্রয়াত মন্ত্রী এনসি দেব্বর্মার কন্যা জয়ন্তী দেব্বর্মা-কে ২৬ আশারামবাড়ি (এসটি সংরক্ষিত) কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত করা হয়েছে দলের পক্ষ থেকে। উল্লেখ্য, গত ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ৯ টি আসনে লড়াই করেছিল আইপিএফটি এবং ৮ টি আসনে জয়লাভ করেছিল।

পাশাপাশি আজ সন্ধ্যায় ঘোষণা করা হল বিজেপির দ্বিতীয় নির্বাচনী প্রার্থী তালিকা। যার মধ্যে আরও ৬টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম রয়েছে। তবে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী এখনও ঘোষণা করা হয়নি। তবে কী ৬ আগরতলার প্রার্থী নির্বাচনে কোনো বড়ো চমক নিয়ে আসতে চলেছে বিজেপি? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

এছাড়াও পাঁচ কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল আইপিএফটি। ১২ টাকারজলা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধান দেববর্মা, ২৪ রামচন্দ্রঘাট থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রশান্ত দেববর্মা, ২৬ আশারাম বাড়ি থেকে প্রতিদ্বন্দিতা করবেন জয়ন্তী দেববর্মা, ৩৮ জুলাইবাড়ি থেকে প্রতিদ্বন্দিতা করবেন শুক্লা চরণ নোয়াতিয়া, ৬০ কাঞ্চনপুর থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রেম কুমার রিয়াং।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

4 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

4 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

14 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

14 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

15 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

15 hours ago