বিজেপির আয়ু আর মাত্র পাঁচ মাসঃ জীতেন্দ্র চৌধুরী

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। ৩ নং বামুটিয়া বিধানসভায় বুধবার সিপিআইএম বামুটিয়া অঞ্চল কমিটির উদ্যোগে দশ দফা দাবিতে ব্লকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী,সিপিআইএম নেতা পবিত্র কর,দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্ব। বামুটিয়া বিধানসভার অন্তর্গত দুর্গা বাড়ি বাজার থেকে এদিন দুর্যোগ পূর্ণ আবহাওয়ার মধ্যেও সুবিশাল মিছিল সংগঠিত করা হয়। ডেপুটেশন প্রদান কালে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিজেপি’র তীব্র সমালোচনা করেন। বলেন, বর্তমান সরকারের মেয়াদ আর মাত্র পাঁচ থেকে সারে পাঁচ মাস।

Dainik Digital: