বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে আগুন, ২০০টি বাইক ভস্মীভূত!!

অনলাইন প্রতিনিধি :-উত্তরপ্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে ভয়ঙ্কর অগ্নিকান্ড। আগুনের লেলিহান শিখা এতটাই তীব্র ছিল যে পুড়ে ছাই হয়ে যায় ২০০টি বাইক। তাছাড়াও স্টেশনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরে স্টেশনে বিধ্বংসী আগুন লাগে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। মূলত স্টেশনের পার্কিং চত্বরে আগুন লেগেছিল। তবে কি ভানে অগ্নিকাণ্ডের সুত্রপাত তা জানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান,শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

Dainik Digital: