বান্দিপুরায় জঙ্গল ঘিরে পরপর গুলি !

অনলাইন প্রতিনিধি :-উধমপুরের পর এবার বান্দিপোরার জঙ্গলে চলছে সেনা ও জঙ্গির মধ্যে গুলির লড়াই। সুত্রে খবর, বান্দিপোরায় কুলনার বাজিপোরা জঙ্গলে ভারতীয় সেনার তল্লাশি অভিযানের সময় গুলির শব্দ শোনা গেছে। এক থেকে দু’জন জঙ্গি ওই জঙ্গলে লুকিয়ে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই জঙ্গল ঘিরে অভিযান চালায় ভারতীয় সেনা। গুলির লড়াইয়ের পর ওই দুই জঙ্গিকে জওয়ানরা ধরে ফেলেছে বলেও অনুমান করা হচ্ছে।

Dainik Digital: