অনলাইন প্রতিনিধি:- মনু থানায় পুলিশি হেপাজতে পুলিশি নির্যাতনে মৃত কালাডেপার বিপিন সর্দার পাড়ার • জুমিয়া বাদল ত্রিপুরার বাড়িতে গেলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ বামফ্রন্টের একদল প্রতিনিধি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেন, একটা মিথ্যা মামলার ভয় দেখিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে রাতভর থানার লকআপে বর্বারোচিত নির্যাতন করে বাদলকে খুন করা হয়েছে। আমরা তার বিরুদ্ধে বিধানসভার ভেতরে বাইরে তীব্র আন্দোলন গড়ে তুলবো। দোষী পাঁচ সরকারী পুলিশ কর্মীর সাজা হতে হবে। রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রকাশ্যে খুন করা হচ্ছে কোনও বিচার নেই। এভাবে পুরো রাজ্যটা আজ বারুদের উপরে দাঁড়িয়ে আছে বলে তিনি মন্তব্য করেন। প্রসঙ্গত, কালাডেপা অঞ্চলের ঘটনাটি ঘিরে দ্বিমত দেখা দিয়েছে শাসক দলের ভেতরে। শাসকদলের উপজাতি মোর্চার নেতাদের একাংশের বক্তব্য, একেবারে বিনা অপরাধে বাদলকে খুন করেছে রাষ্ট্রীয় সন্ত্রাসীরা। তার পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে গিয়েছে। পুরো এলাকা থমথমে। প্রসঙ্গত, বুধবার থানা ঘেরাও ও অবরোধ চলাকালে পরিস্থিতি সামাল দিতে প্রথম থেকেই মাঠে রয়েছেন বিধায়ক মাইলাফু মগ। এদিকে, বাদল ত্রিপুরার মৃত্যুতে আটক পাঁচ পুলিশ ও এসপিওর বিরুদ্ধে মনু থানায় ভারতীয় ন্যায় সংহিতায় ১১৭(২), ৩(৫) এবং পরে ১০৩ ধারায় মামলা নেওয়া হয়েছে। এ দিন তাদের। আদালতে সোপর্দ করে পুলিশি হেপাজত চাওয়া হলে আদালত তা মঞ্জুর করে এবং আগামী ২১ অক্টোবর ফের আদালতে সোপার্দ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…