অনলাইন প্রতিনিধি :-২০০০ টাকার ব্যাঙ্ক নোট বাজার থেকে তুলে নেওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ালো রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এখন এই সময়সীমা বেড়ে হয়েছে ৭ অক্টোবর। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৩ সালের ১৯ মে ২০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণার পর এখন পর্যন্ত ৩.৪২ লক্ষ কোটি সমমূল্যের এই ধরনের নোট ব্যাঙ্কে জমা করার মাধ্যমে অথবা বিনিময়ের মাধ্যমে জনগণের কাছ থেকে সংগ্রহীত হয়েছে।
২০০০ টাকার ব্যাঙ্কে নোটের প্রায় ৯৬ শতাংশ আজ অবধি ফেরত এসেছে বলে জানায় রিজার্ভ ব্যাঙ্ক।এখন মাত্র ১৪,০০০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার ব্যাঙ্ক নোট বাজারে চালু রয়েছে। এর আগে ২০০০ টাকার নোট জমা করায় সর্বশেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ৩০ শে সেপ্টেম্বর ২০২৩।এখন জমা কিংবা বিনিময়ের লক্ষ্যে সর্বশেষ তারিখ বাড়িয়ে ৭ অক্টোবর ২০২৩ করা হয়েছে। প্রসঙ্গত,২০০০টাকায় ব্যাঙ্ক নোট প্রত্যাহারে সিদ্ধান্ত
ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল এই পদক্ষেপের সঙ্গে ২০১৬ সালের নভেম্বর মাসে নোটবন্দির কোনও সম্পর্ক নেই।
তখন রাতারাতি ৫০০ টাকা এবং ১০০০ টাকার ব্যাঙ্ক নোটকে অবৈধ ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টি খোলাসা করে জানায় ২০০০ টাকার মতো উচ্চ মূল্যের ব্যাঙ্ক নোট বাজারে ছাড়া হয়েছিল অর্থনীতিকে দ্রুত গতিতে স্বচ্ছল করে তোলার লক্ষ্যে। সমমূল্যের নগদ বাজারে ফিরিয়ে দেওয়ার প্রয়াস এর অন্তর্গত ২০০০ টাকার নোট চালু করা হয়।এই লক্ষ্য পূর্ণ হয়েছে এবং ২০১৯ অর্থ বছর থেকে এই ধরনের নোট ছাপাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তাছাড়া বাজারে চালু নোটগুলির গুণগত মান নিয়েও কিছুটা সংশয় ছিল। তবে নোটগুলি অবৈধ নয়।
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…
অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…