Categories: বিদেশ

বাজপাখিদের জন্য ৮০টি বিমান টিকিট কিনলেন সৌদির যুবরাজ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি:-এ ছবি দেখলে যে কেউ হতবাক হতে বাধ্য।কোনওদিন দেখেছেন,
বিমানে পরের পর আসন অলঙ্কৃত করে আছে বাজপাখিরা।কিন্তু রাজার, থুড়ি যুবরাজের খেয়াল বলে কথা!তবে এ দৃশ্য এআই প্রযুক্তির সাজানো নয়, বরং আসল।সম্প্রতি কাতার এয়ারওয়েজের একটি বিমানের ৮০টি টিকিট নিজের পোষ্য বাজপাখিদের জন্য কিনে নেন সৌদি আরবের যুবরাজ।যদিও এ ছবি সামনে আসার পর বিস্তর বিতর্ক শুরু হয়েছে।এভাবে পাখিদের জন্য বিমানের মহার্ঘ আসন বুক করা যায় কি না,পাখিদের নিয়ে বিমানে চড়া যায় কি না, স্বভাবতই শুরু হয়েছে বিতর্ক সৌদি আরবের যুবরাজ সম্প্রতি বিদেশ ভ্রমণে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যান ৮০টি বাজপাখি।তবে একটি পাখিকেও তিনি খাঁচায় বন্দি করে নিয়ে যাননি।প্রতিটি বাজপাখির জন্য বিমানের একটি করে আসন বরাদ্দ ছিল।তিনি প্রতিটি পাখির জন্য টিকিট কেটেছিলেন, যাতে পোষ্য পাখিরা আরামে ও নিরাপদে সফর করতে পারে।প্রতিটি পাখির মাথায় ছিল হুড,যাতে এরা ওড়াউড়ি করতে না পারে,সে জন্য দড়ি দিয়ে বাঁধা ছিল।তবে এই ছবি কবে তোলা হয়েছিল, জানা যায়নি।সম্প্রতি সংবাদমাধ্যমে সামনে এসেছে এই খবর। পাশাপাশি, সমাজমাধ্যম রেডিট-এ লেনসো নামের একজন ব্যবহারকারী ওই ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার ক্যাপ্টেন বন্ধু ছবিটি আমাকে পাঠিয়েছেন। ছবির ক্যাপশন লেখা, ‘সৌদি প্রিন্স তার ৮০টি বাজপাখির জন্য টিকিট কিনেছেন।এ ঘটনায় অনেকে অবাক হতে পারেন। তবে সিএন ট্রাভেলারের খবরে বলা হয়, বাজপাখিদের বিমানে করে নিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন কিছু নয়।বাজপাখির মতো শিকারি পাখিদের খেলা আরব উপদ্বীপে সহস্র বছরের পুরোনো ঐতিহ্য।আসলে এই খেলা আরও বিশেষ হওয়ার আরেকটি কারণ হচ্ছে,এই পাখিদের নিজস্ব পাসপোর্ট থাকে।ফলে তারা মনিবের সঙ্গে দেশের বাইরে যেতে পারে।সাধারণত শিকার বা ফ্যালকোনারি প্রতিযোগিতা থাকলেই এদের বাইরে নিয়ে যান মালিকেরা।কাতার এয়ারওয়েজ প্রতি যাত্রীর সঙ্গে সর্বোচ্চ ছয়টি বাজপাখি নেওয়ার অনুমতি দেয়। গিজমোদোর খবরে বলা হয়, ইত্তেহাদ এয়ারওয়েজ মূল কেবিনে বা চেকড় ব্যাগেজ হিসেবেও বাজপাখি নিতে দেয়।সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় পাখি বাজপাখি।এ থেকেই বোঝা যায়, কেন বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইনসে এই পাখিদের পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ইন্ডিগো ফ্লাইটে বোমার হুমকি!! কলকাতা বিমানবন্দর হাই অ্যালার্ট!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…

7 hours ago

আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করল নির্বাচন কমিশন!!

অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…

8 hours ago

অবসর নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না!!

অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…

10 hours ago

সিঁদুর’ প্রসঙ্গে বিজেপির ১০ দিনের ‘তিরঙ্গা যাত্রা’!!

অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…

10 hours ago

পুরনো ছন্দে ফিরছে উপত্যকা!!

অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…

10 hours ago

পঞ্জাবের বায়ুসেনাঘাঁটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!!

অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…

12 hours ago