অনলাইন প্রতিনিধি :-আজ ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। বাংলাদেশের ইতিহাসে এক অতি গৌরবময় দিন। ১৯৭১ সালে এই দিনে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশী মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে এবং স্বাধীনতা অর্জন করে। উল্লেখ্য, সোমবার আগরতলা শহরের অ্যালবার্ট এক্কা পার্কে ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু মুক্তি যুদ্ধে শহীদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা সহ সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসার বৃন্দ।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে, যখন পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় ‘অপারেশন সার্চলাইট’ শুরু করে, যার লক্ষ্য ছিল পূর্ব পাকিস্তানে বাঙালি জনগণের মুক্তি আন্দোলন দমন করা। বিশেষ করে বাঙ্গালীদের উপর উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রয়াস ছিল তাদের। সেই সময় পাকিস্তানি বাহিনী লাখ লাখ বাঙালি কে হত্যা করে। প্রাণ বাঁচাতে সেই সময় অনেকেই ভারতে বিশেষ করে ত্রিপুরায় এসে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। বাংলাদেশ সেনাদের সহায়তায় তিন ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনী যুদ্ধে অবতীর্ণ হয়। নয় মাস ধরে চলা সেই যুদ্ধ সমাপ্ত হয় ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয়ের মাধ্যমে।
নয় মাস মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
যদিও বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সেই বিজয় দিবসকে মান্যতা দিতে চাইছেন না। তথাপি বাংলাদেশের আমজনতার কাছে আজকের দিনটি একটি অবিস্মরণীয় দিন। বাংলাদেশের যারা মৌলবাদে বিশ্বাসী নয় তারা আজকের দিনটি শহীদ বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পালন করছে।
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…
অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…
অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…
অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…
ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…