বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত” অর্গানিক বার্ড আই চিলি ” স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি লঙ্কা অথবা ধান্না মরিচ। এই প্রথম রাজ্যে উৎপাদিত দুই হাজার কেজি ধানি লঙ্কা বহিঃরাজ্যে রপ্তানি করা হলো। এই গুলি পাঠানো হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। শুক্রবার আগরতলা রেল স্টেশনে পতাকা নেড়ে তার শুভ সূচনা করেন রাজ্যের কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য আধিকারিকরা।

Dainik Digital: