বলি দেওয়ার জন্য নিয়ে আসা মহিষের তাণ্ডবে লন্ডভন্ড মাতাবাড়ি এলাকা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। মঙ্গলবার ৫১ পীঠের একপিঠ উদয়পুর মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরে অমাবস্যার পূজোতে মানসী বলি দেওয়ার জন্য একটি মহিষ নিয়ে এসেছিলেন জনৈক ব্যক্তি । আর সেই মহিষটি দড়ি ছিঁড়ে গোটা মাতাবাড়ি এলাকায় ঘন্টা দুইয়েক তান্ডব চালালো। মহিষের আঘাতে আহত হয়েছেন তিনজন।একাধিক বাইক, স্কুটি ভাঙচুর করে ওই মহিষটি। এমনকি পার্শ্ববর্তী মানুষের বাড়িতে ঢুকে বাড়িঘর ভাঙচুর চালায়। আর এই বিষয়টিকে সামনে রেখে মুহূর্তে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে স্হানীয় মানুষ অনেক কাঠ খড় পুড়িয়ে মহিষটিকে আটক করতে সক্ষম হয়। স্থানীয় লোকজনরা কেউ কেউ বলছেন এটি হয়তো কোন অশুভ লক্ষণ।

Dainik Digital: