অনলাইন প্রতিনিধি :-উত্তরাখণ্ডের উদ্ধারকাজে বড়সড় সাফল্য। শনিবার সকালে ১৪ জনকে উদ্ধার করল ভারতীয় সেনাবাহিনী। উদ্ধার হওয়া ১৪ জন শ্রমিকের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার ভয়াবহ তুষারধ্বসে চাপা পড়েছিল। শুক্রবার বেশ কয়েকজনকে উদ্ধার করা হলেও ২২ জন শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল ছিল না। শনিবার সকাল থেকে হেলিকপ্টারে শুরু হয় উদ্ধারকাজ আর তাতেই মিলে সাফল্য। উত্তরাখণ্ডের এই উদ্ধারকাজে স্বয়ং নজর রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।