অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার আগরতলা আইসিপিতে আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিততে একটি বৈঠক হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে নতুন পোর্ট রেস্ট্রিকশনের বিষয়ে সবাইকে সচেতন করা হয়। ডিজিএফটি বিজ্ঞপ্তির বিষয়ে বিএসএফকেও সতর্ক করা হয়েছে। আইসিপির কনফারেন্স রুমে আয়োজিত বৈঠকে নতুন নির্দেশিকার বিষয়ে আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের অবহিত করেন শিল্প ও বাণিজ্য অধিকর্তা ডা শৈলেশ কুমার যাদব। আমদানিতে বিধিনিষেধের নানা দিক মেলে ধরেন কাস্টমের ডেপুটি কমিশনার সায়ন দেববর্মা।শিল্প ও বাণিজ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় ছয়টি পণ্য আমদানিতে বিধিনিষেধ জারি করা হয়েছে। এর মধ্যে রেডিমেড পোশাক রাজ্যের ল্যান্ডপোর্টগুলি দিয়ে আসে না। যার প্রেক্ষিতে ৫টি পণ্য আমদানিতে বিধিনিষেধ থাকবে। মাছ, এলপিজি, ভোজ্যতেল, পাথরসহ যেসব পণ্যে স্থলপথে বাণিজ্যে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি ওইসব পণ্য যথারীতি বাংলাদেশ থেকে আসবে। তা ছাড়া, ভারতের মাধ্যমে নেপাল বা ভুটানে বাংলাদেশের যে পণ্য যায়, এর ক্ষেত্রেও কোনো বিধিনিষেধ থাকছে না।
রাজ্যের ল্যান্ড পোর্ট হয়ে ওই দুই দেশে পণ্য যাওয়ার পরিকাঠামো নেই বলে এক্ষেত্রে কোনো প্রস্তুতি নেওয়ার দরকার নেই বলেও জানানো হয়। এদিনের বৈঠকে ছিলেন আগরতলা আইসিপির এলপিএআই ম্যানেজার দেবাশীষ নন্দী। বৈঠকে বিএসএফ ৪২ নম্বর ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট, শিল্প দপ্তরের কর্মকর্তাসহ আগরতলা, ধর্মনগর, শ্রীমন্তপুরসহ রাজ্যের অন্যান্য প্রান্তের আমদানি ও রপ্তানিকারক, অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, আইবিসিসি ত্রিপুরা চ্যাপ্টারের প্রতিনিধিরা অংশ নেন। নতুন বিধিনিষেধের ফলে আমদানি রপ্তানিকারকদের মধ্যে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন। দীর্ঘ দেড় থেকে দুই দশক ধরে অনেকের প্রচুর টাকা লাগানো আছে বাজারে। তারা পণ্য সরবরাহ করে অর্থ কালেকশন করেন। এখন পণ্য না দিতে পারার প্রেক্ষিতে তাদের অর্থ সংগ্রহ আটকে যেতে চলেছে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন। এক আমদানিকারক অবশ্য বলেছেন, বাংলাদেশের বাণিজ্য বিভাগ ভারতের নতুন বিধিনিষেধে খুব বেকায়দায় রয়েছে। দ্রুত উদ্ভূত পরিস্থিতির সমাধান হতে পারে। বর্তমানে বাংলাদেশ চালাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। স্থায়ী সরকার হলে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আগের মতো স্বাভাবিক হবে বলেও রাজ্যের বণিক মহল আশাবাদী। এদিনের বৈঠকে রাজ্যের ব্যবসায়ীরা ভারত সরকারের গৃহীত সিদ্ধান্তের অধীনে জারি করা সমস্ত নির্দেশিকা মেনে চলবেন বলেও তারা জানান।
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…
জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…
অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…
অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…
অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সার তার শরীরের হাড়ে ছড়িয়ে…