অনলাইন প্রতিনিধি :-৪২ তম আগরতলা বইমেলার তৃতীয়দিন সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে পরিবেশিত হয়েছে চটুল হিন্দি গান। যা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেক বুদ্ধিজীবী, কবি, লেখক, সাহিত্যিক এই অপ্রত্যাশিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। সংবাদমাধ্যম থেকে শুরু করে নানা সামাজিক মাধ্যমেও এই নিয়ে সমালোচনা হয়। যদিও পরবর্তী কালে যে শিল্পী বইমেলার মঞ্চে এই ধরনের চটুল হিন্দি গান পরিবেশন করেছেন, তিনি নিজেই ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বইমেলার মঞ্চে তার এই ধরনের গান পরিবেশন করা উচিৎ হয়নি। গান বাছাই করার ক্ষেত্রে তাঁর বড় ভুল হয়ে গেছে। এর জন্য তিনি সকলের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এখন এই ঘটনাকে ইস্যু করে, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অপসংস্কৃতির অভিযোগ তুলে বামপন্থী ছাত্র যুব সংগঠনের কয়েকজন নেতা কর্মী সোমবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা অফিসে বিক্ষোভ প্রদর্শন করে।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদত্রিপুরা খবর
বইমেলায় চটুল গান!!
Leave a Comment