ফ্লিপকার্ট কার্যকারকের বিরুদ্ধে ক্ষোভ!!

ফ্লিপকার্ট নামক অনলাইন বিপনন সংস্থার উদয়পুরস্হিত শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধ, তারই অধিনস্ত কর্মীদের সাথে দুর্ব্যবহার করছেন। শুধু তাই নয়, ওই শাখায় কর্মরত জনৈক মহিলা কর্মীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ।

তারই জেরে ফ্লিপকার্ট সংস্থার উদয়পুর শাখায় কর্মরত অন্যান্য ক্ষুব্দ কর্মীরা সংস্থার উদয়পুর শাখার ভারপ্রাপ্ত কার্যকারক বিমল লোধকে উত্তম-মধ্যম দিয়ে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। ফ্লিপকার্ট সংস্থার ওই কার্যকারকের শাস্তির দাবীতে এবং চাকুরী থেকে বরখাস্তের দাবীতে অনলাইন বিপনন সংস্থার অর্ধশতাধিক কর্মী রাধাকিশোরপুর থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে।

Dainik Digital: