অনলাইন প্রতিনিধি :-ফের অরবিন্দ কেজরিওয়াল এবং আবগারি মামলায় যুক্ত অপর অভিযুক্ত তেলঙ্গানার ভারত রাষ্ট্র সমিতির নেত্রী কে কবিতা জেল হেপাজত দীর্ঘ মেয়াদি করা হলো। আরো ১৪ দিনের মেয়াদ বাড়ালো আদালত। মঙ্গলবারই এই রায় ঘোষণা দেয় আদালত। আগামী ১৪ দিন উভয়কেই কাটাতে হবে দিল্লীর তিহার জেলে। আগামী ৭ মে শেষ হচ্ছে ১৪ দিনের মেয়াদ।
- Dainik Digital in গুরুত্ব পূর্ন সংবাদদেশ
ফের ১৪ দিনের জেল দিল্লির মুখ্যমন্ত্রীর!!
Leave a Comment