ফের ভোল বদল সুদীপ রায় বর্মনের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। ২০২৩ রাজ্য বিধানসভার হাইভোল্টেজ নির্বাচনের পাঠ চুকে যেতেই, স্বভাবসিদ্ধ ভাবে কয়েকদিন নিজেকে আড়াল করে রেখে,প্রত্যাশিত ভাবেই ফের ভোল বদল করে নিলেন বামগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। শুধু ভোল বদল করে নিলেন বললে ভুল হবে, একেবারে ৩৬০ ডিগ্রী পাল্টি খেলেন। এবার বিধানসভা নির্বাচনের পুর্বে ভোট ভিক্ষা করতে গিয়ে রাজ্যবাসীর কাছে আহবান রেখে সুদীপ বাবু বলেছিলেন, মানুষ যদি সুযোগ দেয় তাহলে কিছু করে দেখাবেন। যদি সুযোগ না দেয় তাহলে এটাই তার শেষ নির্বাচন। এই নির্বাচনের পর তিনি রাজনীতিকে আলবিদা জানাবেন। এটা অন্য কারো কথা নয়। এটা ছিলো সুদীপ বাবুর নিজেরই কথা।

১৬ ফেব্রুয়ারি ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। ২ রা মার্চ ভোট গননা হয়েছে। ভোটের পর এবং ভোট গননার আগে এই মাঝের সময়টাতেও সুদীপ বাবু কখনো হাতের আঙ্গুল গুনে, কখনো নিজের বুক ঠুকে অনেক কথাই বলেছিলেন। সেগুলো না হয় আর নাই বলা হলো। কিন্তু বিস্ময়ের ঘটনা হলো, ২ রা মার্চ ভোট গননার পর উমাকান্ত ভোট গননা কেন্দ্র থেকে বেড়িয়ে নিজেকে লুকিয়ে রাখলেন বিধায়ক আবাসের চারদেওয়ালের মাঝে। ভোট গননার পর সারা রাজ্যে মার খেয়েছে দলীয় কর্মীরা। তাদের বাড়ী ঘর পুড়েছে। অনেকে এলাকা ছাড়া এখনো। কিন্তু সুদীপ বাবু কোথাও যাননি। সন্ত্রাসে ক্ষতিগ্রস্থ দলীয় কর্মীদের পাশে দাঁড়ানো তো দূরের কথা, তাদের খোঁজ খবর পর্যন্ত নেননি। সিপিএমের ভোটে জয়ী হয়ে বিধায়ক আবাসে মুখ লুকিয়ে রেখেছিলেন।

১৭ মার্চ শুক্রবার ভোট গননার টানা চৌদ্দদিন পর তিনি প্রথম বেরিয়ে এলেন বিধায়ক আবাস থেকে বিধানসভায় শপথ নেওয়ার জন্য। দলের তিন বিধায়কের মধ্যে বাকি দুইজন আগেরদিনই শপথ নিয়ে নিয়েছেন। তিনি অনেকটা দল ছুটের মতো শুক্রবার শপথ নিলেন একা। স্বাভাবিকভাবেই শুক্রবার বিধানসভায় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন,আপনি তো রাজনীতি থেকে আলবিদা নেবেন বলেছিলেন।? প্রশ্ন শুনেই অনেকটা ক্ষেপে গেলেন সুদীপ বাবু। একেবারে ৩৬০ ডিগ্রী পাল্টি খেয়ে বলেন, আমি এমন কথা বলিনি!

তার এই বক্তব্যের পর স্বাভাবিক ভাবেই গুঞ্জন শুরু হয়েছে। অনেকেই বলেন, রাজনীতি যারা করেন তাদের মান- ইজ্জত -সম্মান- লজ্জা- সরম – নীতি – আদর্শ বলতে কিছুই নেই। সুদীপ বাবু তাদের মতোই একজন। অনর্গল মিথ্যা বলা, তাদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য।

Dainik Digital

Recent Posts

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

6 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

7 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

16 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

17 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

17 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

17 hours ago