ফের পালিয়ে গেল কয়েদি!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। চুরির ঘটনায় অভিযুক্ত বিচারাধীন কয়েদি ফের জেল পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেল। ঘটনা উদয়পুর মহকুমা হাসপাতালে সোমবার সকালে। উদয়পুর শহর সংলগ্ন এলাকায় চুরির ঘটনার অভিযোগে চুরির মালামাল সহ তিনজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করে রাধাকিশোরপুর থানার পুলিশ। আদালত ধৃত তিনজনকেই জেল হাজতে প্রেরণ করে। সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ তিন অভিযুক্তকে জেলখানা থেকে জেল পুলিশের প্রহরায় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মহাকুমা হাসপাতালে মেডিক্যাল চেক আপ করানোর জন্য নিয়ে গেলে, জেল পুলিশদের ফাঁকি দিয়ে রাহুল বনিক নামে এক দাগি চোর মহকুমা হাসপাতাল থেকে পালিয়ে যায়। সাথে সাথে পুলিশ কর্মীরা চোরের পেছনে ধাওয়া করলেও তার টিকির নাগাল পায়নি। পরবর্তীতে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। রাধাকিশোরপুর থানার পুলিশ বেশ কয়েকটি গাড়ি নিয়ে পলাতক আসামির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে। জানা গেছে, অভিযুক্ত পলাতক রাহুল বণিকের ( পিতা নিতাই বনিক) বাড়ি উদয়পুর পৌর পরিষদের সাত নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর শহর জুড়ে।

Dainik Digital: