ফের নায্য মূল্যে পেঁয়াজ!

অনলাইন প্রতিনিধি :-ফের একবার পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এই পরিস্থিতিতে রাজ্য খাদ্য দপ্তরের বিশেষ উদ্যোগে এবং আগরতলা আলু, পেঁয়াজ, রসুন পাইকারি ব্যবসায়ী সমিতির সহযোগিতায় মহারাজগঞ্জ বাজারের ৫৫ টাকা কেজি করে পেঁয়াজ বিক্রি কেন্দ্র খোলা হয়।

শুক্রবার এর উদ্বোধন করেন খাদ্য দপ্তরের অধিকর্তা নির্মল অধিকারী। ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্যরাও। পাশাপাশি এদিন বেশ কয়েকটি রেশন শপে ৫৫ টাকা কেজি করে পেঁয়াজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর।

Dainik Digital: