অনলাইন প্রতিনিধি:-এশীয় মহাদেশের বাইরে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট অ্যাকনকাগুয়া (৬৯৬১ মিটার/ ২৩,০০০ ফুট) জয় করতে দক্ষিণ আমেরিকা মহাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন ত্রিপুরার দুই কৃতী পর্বতারোহী। মাউন্ট এভারেস্ট সফলভাবে আরোহণকারী অরিত্র রায় এবং মাউন্ট কিলিমাঞ্জারো ও মাউন্ট এলব্রুস বিজয়ী পারমিতা সরকার এই দুই অসীম সাহসী অভিযাত্রী আগামী ২৪ ডিসেম্বর তাদের ঐতিহাসিক দলগত অভিযান শুরু করবেন।
আর্জেন্টিনায় অবস্থিত ‘মাউন্ট অ্যাকনকাণ্ডয়া’ আরোহণ করে, এই দুই পর্বতারোহী তাদের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য ‘৭ সামিটস’ (বিশ্বের সাত মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ) সম্পূর্ণ করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। আগরতলার বাধারঘাটের বাসিন্দা পারমিতা সরকারের সঙ্গে অরিত্র রায়ের এটি একটি সম্পূর্ণ স্বনির্ভর অভিযান (সেল্ফ সাপোর্টেড এক্সপেডিশন), যেখানে তারা কোনো গাইড বা স্থানীয় সংস্থার সাহায্য ছাড়াই পর্বতারোহণ করবেন। এই অভিযান আগামী ১৯ জানুয়ারীর মধ্যে শেষ করে তারা আগরতলায় ফিরবেন।
অরিত্র রায় এবং পারমিতা সরকার উভয়েরই স্বপ্ন ৭ সামিটস জয় করা। এই অভিযানের মাধ্যমে তারা ভবিষ্যতে তাদের বাকি সামিটগুলোও একসাথে করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এই ঐতিহাসিক দলগত অভিযানে রাজ্যের সমর্থন পাওয়ায় তারা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পর্বতারোহীরা বলেন, ‘দক্ষিণ আমেরিকায় আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য আমরা ত্রিপুরার রাজ্যপালের কাছে অত্যন্ত কৃতজ্ঞ’।
এছাড়াও তাদের স্বপ্ন পূরণে এবং ত্রিপুরাকে বিশ্ব দরবারে আরও উচ্চতায় তুলে ধরার জন্য এই পর্বতারোহীদের সমর্থন করার জন্য তারা ‘দক্ষতা উন্নয়ন অধিদপ্তর, ডিএম নর্থ, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, টিআরএলএম’-এর প্রতিও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
মাউন্ট অ্যাকনকাগুয়া অভিযানের আগে অরিত্র রায় এবং পারমিতা সরকার ত্রিপুরার সকল নাগরিকদের কাছে তাদের সাফল্যের জন্য আশীর্বাদ কামনা করেছেন। রাজ্যের এই দুই বীর অভিযাত্রীর সাফল্য ত্রিপুরার তরুণ প্রজন্মকে নি:সন্দেহে অনুপ্রাণিত করবে বলে অভিমত সংশ্লিষ্টদের।