অনলাইন প্রতিনিধি || এয়ার ইণ্ডিয়ার বিমানে আবার অক্সিজেনের অভাবে আগরতলা থেকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় গুরুতর অসুস্থ রোগী নেওয়া যাচ্ছে না।গত ৫ দিন ধরেই এয়ার ইণ্ডিয়ার স্থানীয় কর্তৃপক্ষ বিমানে রোগী নিতে অক্সিজেন সিলিণ্ডারের ব্যবস্থা করতে পারছে না। সেই কারণে উন্নত চিকিৎসার অভাবে আগরতলার জিবি এবং বেসরকারী আইএলএস হাসপাতালে বেশ কয়েকজন রোগীকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা দ্রুত নেওয়ার পরামর্শ দিলেও রোগীর আত্মীয়স্বজন বিমানে নিতে পারছেন না।এর মধ্যে মাত্র ২২ দিন বয়সের নবজাতক শিশু যেমন রয়েছে তেমনি আরও বিভিন্ন বয়সেরও রোগী রয়েছেন। গুরুতর অসুস্থ স্ট্রেচার ও হুইল চেয়ারে নেওয়ার রোগীও রয়েছেন।কোন রোগীর পরিবার গত ৫ দিন ধরে,আবার কোন রোগীর পরিবার ৪ দিন ধরে,৩ দিন ধরে,২ দিন ধরে এয়ারইণ্ডিয়ার আগরতলা বিমান বন্দর কর্তৃপক্ষকে,কেউ আবার ট্র্যাভেল এজেন্সিতে গিয়ে বিমানে গুরুতর অসুস্থ রোগী কলকাতায় নেওয়ার জন্য বারবার জানাচ্ছেন।আবেদন নিবেদন করছেন।কিন্তু এয়ার ইণ্ডিয়ার বিমানে গুরুতর অসুস্থ রোগী নিতে গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অক্সিজেনের সাপোর্ট দিয়ে নিতে হয়।কিন্তু এয়ার ইণ্ডিয়ার বিমানে অক্সিজেন সিলিণ্ডার না থাকায় রোগী নেওয়া যাচ্ছে না।রোগী আটকে পড়েছেন।তাতে বৃহস্পতিবার রাতে বেশ ক’জন রোগীর উদ্বিগ্ন আত্মীয়স্বজন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিতে না পারায় রোগীর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে। উল্লেখ্য, গত এক মাস আগেও এয়ার ইণ্ডিয়ার বিমানে গুরুতর অসুস্থ রোগী কলকাতার ও বহিঃরাজ্যে নিতে এই রকম অক্সিজেন সিলিণ্ডারে সংকট দেখা দিয়েছিল।১২ দিন অক্সিজেন সিলিণ্ডারের অভাবে গুরুতর অসুস্থ রোগী তখন নেওয়া সম্ভব হয়নি।তারপর এখন আবার সেই চরম বিপত্তি দেখা দিয়েছে।রাতে এয়ার ইণ্ডিয়ার সংশ্লিষ্ট এক অফিসার জানান, এয়ার ইণ্ডিয়ার কলকাতা বিমানবন্দর অফিসে অক্সিজেন সিলিণ্ডার না থাকায় এই সমস্যা দেখা দেয়। তিনি জানান, ১-২ দিনের মধ্যে অক্সিজেনের সংকট মিটানোর চেষ্টা চলছে।অভিযোগ উঠেছে এয়ার ইণ্ডিয়ার কলকাতাস্থিত ইঞ্জিনীয়ারিং সার্ভিস বিভাগের অসহযোগিতায় ও এয়ার ইণ্ডিয়ার এয়ারপোর্টে সার্ভিস বিভাগের উদাসীনতায় অক্সিজেন নিয়ে কদিন পর পর এই সমস্যা দেখা দিচ্ছে।প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার এক বছর আগে এয়ার ইণ্ডিয়াকে বেসরকারী টাকা কোম্পানির কাছে বিক্রি করে দেওয়ার পর থেকে বিমান পরিষেবায় এই সব জটিল সমসা দেখা দিচ্ছে বলেও অভিযোগ।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…