শনিবার কদমতলা স্কুল মাঠে উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয়বার আয়োজিত ফুটবল ম্যাচের সেমিফাইনাল চলাকালীন সময়ে রণক্ষেত্র ক্রীড়াঙ্গন। দু’দলের উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনালের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার দশ মিনিট আগে দু’দলের দুই খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে মাঠে উত্তেজনা ছড়ায়। পরবর্তীতে এই উত্তেজনা দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে। একসময় উত্তেজিত জনতা মাঠের ভেতরে প্রবেশ করে। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ, টিএসআর ও সিআরপিএফ বাহিনী। কিন্তু ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। একসময় পুলিশ ও টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারে কিছু অতি উৎসাহী উত্তেজিত জনতা। এদিকে, কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব মাঠে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতি ক্রমশ হাতের নাগালের বাইরে চলে যাওয়ায় অবশেষে বাধ্য হয়ে মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সামরিক বাহিনীর কর্মীরা লাঠি চালায়। পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু দু’দলের সেমিফাইনাল খেলার এখানেই সমাপ্তি ঘটে। ম্যাচের রেফারির সিদ্ধান্ত অনুযায়ী উত্তর ফুলবাড়ি এফসিকে জয়ী বলে ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী সোমবার একই মাঠে হবে ফাইনাল ম্যাচ। এমতাবস্থায় সাধারণ মানুষ থেকে প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কী আদতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। কদমতলা থানার অফিসার ইনচার্জ সুশান্ত দেব সহ পুলিশ, সামরিক বাহিনীর কর্মীরা সঠিক সময়ে পরিস্থিতি সামাল না দিলে অন্য চেহারা নিতো এই ঘটনা। জানা গেছে, এই সেমিফাইনাল ম্যাচটি এর আগে একবার হয়েছিল, কিন্তু সে সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে মতবিরোধ থাকায় গণ্ডগোল বাধে আর ম্যাচটি ভেঙে যায়। পরবর্তীতে টুর্নামেন্ট কমিটি সহ দু’দলের মধ্যে বৈঠকে বসে পুনরায় সেমিফাইনাল ম্যাচ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু এ দিনের ম্যাচে পুনরায় গণ্ডগোল বাধে। ফুটবলপ্রেমী দর্শকরা হতাশ হয়ে বাড়ি ফেরেন। সকলেই চাইছেন ফাইনাল ম্যাচটি যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কদমতলা মাঠের দীর্ঘদিনের সুনাম বজায় থাকে।
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার বিকেলে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা…
অনলাইন প্রতিনিধি :-গেজেট নোটিফিকেশন দিয়ে আওয়ামী লীগের সবরকম কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন…
অনলাইন প্রতিনিধি :-সুপ্রিম কোর্টের ব্যাটন তুলে দিয়ে গেলেন বিচারপতি বি আর গাভাইয়ের হাতে। বুধবার ১৪…
অনলাইন প্রতিনিধি :-‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে নামতে চলেছে বিজেপি।পাকিস্তানকে জবাব দেওয়ায় ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ…
অনলাইন প্রতিনিধি :-স্বাভাবিক ছন্দে ফিরছে শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দরও মঙ্গলবার খোলার সম্ভাবনা রয়েছে। রাস্তা ঘাটে স্বাভাবিক…
অনলাইন প্রতিনিধি :-ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমনের পর মঙ্গলবার…