Categories: খেলা

ফুটবল বিশ্বযুদ্ধ শুরু আজ

এই খবর শেয়ার করুন (Share this news)

ফুটবলের বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত কাতার । আগামীকাল থেকে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। কাতারের আল – খোরের আল – বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ এ র দুই দল ইকুয়েডর ও আয়োজক দেশ কাতার।এই প্রথম বিশ্বকাপ ফুটবল খেলছে কাতার।এই দেশটি কোনওদিন বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করতে পারেনি।ফিফা তাদের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়ায় আয়োজক দেশ হিসেবে প্রথমবার এই প্রতিযোগিতায় খেলছে কাতার।ইকুয়েডর অবশ্য এর আগেও বিশ্বকাপের মূলপর্বে খেলেছে।অন্যদিকে,আট বছর অনুপস্থিত থাকার পর ফের বিশ্বকাপে ফিরেছে ইকুয়েডর । কাগজেকলমে কাতারের থেকে তাই বেশ খানিকটা এগিয়ে রয়েছে ইকুয়েডর।যে কারণে উদ্বোধনী ম্যাচে জয়ের সম্ভাবনাতেও এগিয়ে রয়েছে লাতিন আমেরিকার এই দেশ। ফিফার দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে কঠিন চ্যালেঞ্জ পেরিয়ে ইকুয়েডর চতুর্থ স্থান লাভ করেছিল।শুধু তাই নয় , মুখোমুখি পরিসংখ্যানেও ৯০ মিনিটের লড়াইয়ে কাতারের থেকে ৭/৫ ব্যবধানে এগিয়ে রয়েছে ইকুয়েডর । কাতারের মতোই বিতর্কে জড়িয়েছে ইকুয়েডরও।বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এমন একজন ফুটবলারকে খেলিয়েছে ইকুয়েডর,যার এই দলের হয়ে খেলার কথা নয়।ফলে শাস্তির মুখে পড়তে পারে ইকুয়েডর।যদিও শেষ পর্যন্ত ওই অভিযোগের কোনও সত্যতা মেলেনি।এর আগে ২০০২ , ২০০৬ ও ২০১৪ সালে বিশ্বকাপ খেলেছে ইকুয়েডর।তারা ২০০৬ সালে নকআউটে পৌঁছায়।প্রি – কোয়ার্টার ফাইনালেই হেরে যায় ইকুয়েডর।এবারও নকআউটে পৌঁছানোর আশায় দলটি।সম্প্রতি বেশ ভালো ফর্মে ইকুয়েডর।দলটির রক্ষণ বেশ ভালো।তবে গোল করার সমস্যা রয়েছে।বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে খেলে পাঁচটি ম্যাচের কোনওটিতেই কোনও গোল হজম করেনি ইকুয়েডর।শনিবার সর্বশেষ ইরাকের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তারা।দুই বছর আগে দলের দায়িত্ব পাওয়া আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে এভাবেই পুরো ইকুয়েডর বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করেছে।কাতার এই ম্যাচে গোলের জন্য তাকিয়ে আছে আলমোয়েজ আলি ও আহমেদ আলায়েলদিনের দিকে।আলায়েলদিন অবশ্য আলবানিয়ার বিরুদ্ধে ম্যাচের ২৬ মিনিটে চোট পান।তার পক্ষে উদ্বোধনী ম্যাচে খেলা সম্ভব হবে কি না,সেটা বোঝা যাচ্ছে না। কাতারের রক্ষণের ভরসা অভিজ্ঞ ডিফেন্ডার আবদেলকরিম হাসান। কাতারের অধিনায়ক হাসান আল-হায়দস দেশের হয়ে ১৬৯টি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে জয়ই চাইছে কাতার।গত পাঁচ বছর ধরে স্প্যানিশ কোচ ফেলিক্স স্যাঞ্চেজ বাসের অধীনে কাতার নিজেদের ধীরে ধীরে প্রস্তুত করেছে।এত বড় আসরে অতীতে খেলার অভিজ্ঞতা না থাকায় অনেক কিছুতেই তাদের মানিয়ে নেওয়াটাও একটি বড় চ্যালেঞ্জ।কাতারের লক্ষ্য, আয়োজক হিসাবে নিজেদের সেরাটা দিয়ে যতটা সম্ভব সবাইকে আকৃষ্ট করাও ভালো খেলা উপহার দেওয়া। ২০০২ সালে ওই সময়কার চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে সেনেগাল উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত দল হিসাবে যে রেকর্ড গড়েছিল এবার তার পুনরাবৃত্তি করতে চায় কাতার।বল মাঠে গড়ানোর আগে কাতারের অভিবাসী শ্রমিকদের ন্যায্য পাওনা সহ অন্যান্য আরও কিছু ইস্যুতে তাদের নিয়ে সমালোচনা কম হয়নি।শুধু তাই নয়, বিশ্বকাপ দেখতে আসা দর্শকদের উপরেও একাধিক নিয়ম আরোপ করেছে ‘রক্ষণশীল’এই দেশটি। প্রকাশ্যে চুম্বন করা থেকে শুরু করে, হোটেলে খোলামেলা সম্পর্ক, ম্যাচে স্টেডিয়ামে ও স্টেডিয়ামের বাইরে মদ্যপান নিষিদ্ধ করা সহ আরও নানা নিয়ম আরোপ করা হয়েছে। ফলে তা নিয়ে কিন্তু একটা অংশের ফুটবলপ্রেমীরা মোটেই খুশি নন আর এই পরিস্থিতিতে ম্যাচগুলি কেমন যায় তার দিকেই তাকিয়ে রয়েছে সবাই।কাতারে রবিবার থেকে শুরু হতে চলা বিশ্বকাপেও একাধিক অঘটন ঘটতে পারে বলে মনে করছেন প্রাক্তন ফুটবলাররা।তাদের মতে এবারের বিশ্বকাপেও এমন কিছু দল রয়েছে যে দলগুলি এখনও পর্যন্ত খুব বেশি সাফল্য পায়নি ঠিকই,কিন্তু বারবার বড় দলগুলিকে হারিয়ে সবার হিসেব উল্টে দিয়েছে।এবারও এই দলগুলি বিশ্বকাপে গ্রুপ লিগের পর্ব টপকে নকআউট পর্যায়ে গিয়ে অনেক অঘটন ঘটাতে পারে বলে মনে করছেন অনেকে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দেশের ৬টি বিমানবন্দরে উড়ান বাতিল করল ইন্ডিগো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের ৬টি বিমানবন্দরে বিমান পরিষেবা বাতিল করল…

24 mins ago

“যুদ্ধ বলিউড সিনেমা নয়’, বক্তা প্রাক্তন সেনাপ্রধান!!

অনলাইন প্রতিনিধি :-যুদ্ধ কোনও বলিউডের সিনেমা নয়। যুদ্ধের আগে কূটনীতিকেই বেছে নিতে হবে। ৷ ভারত-পাকিস্তান…

13 hours ago

তৈরি আছে ভারত!!

অনলাইন প্রতিনিধি :-সোমবার রাতে অপারেশন সিঁদুর নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

13 hours ago

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

22 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

23 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

23 hours ago