ফল প্রকাশের আগেই উদযাপনের প্রস্তুতি বিহারে!!

অনলাইন প্রতিনিধি :-বিহার নির্বাচন ফলাফল প্রকাশের পূর্বেই এনডিএ শিবিরের ভেতরে ইতিমধ্যেই উদযাপন শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত এক্সিট পোলের সমস্ত সমীক্ষা অনুযায়ী, এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জোট এনডিএ। সেই জয়ের পূর্বাভাস পেয়েই ভোটের ফল বেরনোর আগেই উচ্ছ্বসিত এনডিএ। বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্য কৃষ্ণ সিং কাল্লু ৫০০ কেজি লাড্ডুর অর্ডার দিয়েছেন। পটনায় ইতিমধ্যেই শুরুও হয়ে গেছে লাড্ডু বিলি।উৎসবের পরিবেশকে আরও মুখরিত করতে অনন্ত সিংয়ের পরিবারের সদস্যরা পটনায় ৫০ হাজার মানুষের জন্য একটি বিশাল ভোজের আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন। পাশাপাশি পাঁচ লক্ষ রসগোল্লা এবং গোলাপ জামুন প্রস্তুত করা হচ্ছে।

Dainik Digital: